শনিবার | ৩ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরার কুখরালী ৬নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল Logo গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-২ (সদর) আসনে মোট ১৮ জন প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়নপত্র বাতিল  Logo আজ চাঁদপুর জেলা ফটোজানালিষ্ট এসোসিয়েশনের কার্যকরী কমিটির অভিষেক Logo শুক্রবার মুসলিম উম্মাহর জুম্মার দিন সময়, ইবাদত ও ঐক্যের অনন্য নিদর্শন — তৌফিক সুলতান Logo ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সংঘর্ষে নিহত ৬ Logo নির্বাচন পরিচালনায় বিএনপির ৪১ সদস্যের কমিটি: শামসুজ্জামান দুদু (ভাইস চেয়ারম্যান) Logo পলাশবাড়ীতে ওভারটেক করার সময় বাস ট্রাকের সংঘর্ষ নিহত ২ আহত ১০ Logo নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নিলেন মামদানি Logo শামীমের লড়াই ম্লান করে সিলেটের টানা দ্বিতীয় জয় Logo ভালোবাসা আর স্মৃতিতে অমলিন খালেদা জিয়া, কবর জিয়ারতে মানুষের ঢল

বাজার মনিটরিংয়ে স্বাস্থ্যবিধি না মানলে আইনের কঠোর প্রয়োগ করা হবে

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:৪৪:৫৩ অপরাহ্ণ, শুক্রবার, ৫ জুন ২০২০
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গায় গণপরিবহনগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না, তা দেখতে বাজার মনিটরিং করেছে স্থানীয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম শহরের বিভিন্ন টার্মিনাল ও বাজার ঘুরে দেখেন। এ সময় গণপরিবহনগুলোতে সরকারি নিদের্শনা মোতাবেক যাত্রীবহন করা হচ্ছে কি না, তা সচক্ষে দেখেন টিমের সদস্যরা। মুখে মাস্ক না থাকায় বেশ কয়েকজনকে আর্থিক জরিমানা করা হয়। পরে পরিদর্শন টিমের সদস্যরা শহরের বিভিন্ন বিপনীবিতানগুলো ঘুরে দেখেন এবং ক্রেতা ও বিক্রেতাদের সর্তক করেন।

এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, ‘সরকারি নিদের্শনা না মানলে আইনের কঠোর প্রয়োগ করা হবে। কোনোভাবেই শিথিলতা বরদাস্ত করা হবে না। চুয়াডাঙ্গাতে দিন দিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তাই এখন সবাইকে সচেতন হতে হবে। এ সময় তিনি আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে চলা একজন সুনাগরিকের দায়িত্ব। যারা মানছেন না, তাদের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কঠোর শাস্তি প্রদান করা হচ্ছে।’

পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘করোনা সর্তকতায় জেলা পুলিশ বিরামহীনভাবে কাজ করছে। জীবনের ঝুঁকি নিয়ে শেষ পর্যন্ত কাজ করে যাবে পুলিশের প্রতিটি সদস্যরা। এখন আপনাদেরকেও এই কাজে সহযোগিতা করতে হবে। নিজের, নিজের পরিবার এবং সমাজের কথা ভেবে সামাজিক ও শারীরিক দূরুত্ব মানতে হবে।’
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার কুখরালী ৬নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাজার মনিটরিংয়ে স্বাস্থ্যবিধি না মানলে আইনের কঠোর প্রয়োগ করা হবে

আপডেট সময় : ০৮:৪৪:৫৩ অপরাহ্ণ, শুক্রবার, ৫ জুন ২০২০

নিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গায় গণপরিবহনগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না, তা দেখতে বাজার মনিটরিং করেছে স্থানীয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম শহরের বিভিন্ন টার্মিনাল ও বাজার ঘুরে দেখেন। এ সময় গণপরিবহনগুলোতে সরকারি নিদের্শনা মোতাবেক যাত্রীবহন করা হচ্ছে কি না, তা সচক্ষে দেখেন টিমের সদস্যরা। মুখে মাস্ক না থাকায় বেশ কয়েকজনকে আর্থিক জরিমানা করা হয়। পরে পরিদর্শন টিমের সদস্যরা শহরের বিভিন্ন বিপনীবিতানগুলো ঘুরে দেখেন এবং ক্রেতা ও বিক্রেতাদের সর্তক করেন।

এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, ‘সরকারি নিদের্শনা না মানলে আইনের কঠোর প্রয়োগ করা হবে। কোনোভাবেই শিথিলতা বরদাস্ত করা হবে না। চুয়াডাঙ্গাতে দিন দিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তাই এখন সবাইকে সচেতন হতে হবে। এ সময় তিনি আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে চলা একজন সুনাগরিকের দায়িত্ব। যারা মানছেন না, তাদের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কঠোর শাস্তি প্রদান করা হচ্ছে।’

পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘করোনা সর্তকতায় জেলা পুলিশ বিরামহীনভাবে কাজ করছে। জীবনের ঝুঁকি নিয়ে শেষ পর্যন্ত কাজ করে যাবে পুলিশের প্রতিটি সদস্যরা। এখন আপনাদেরকেও এই কাজে সহযোগিতা করতে হবে। নিজের, নিজের পরিবার এবং সমাজের কথা ভেবে সামাজিক ও শারীরিক দূরুত্ব মানতে হবে।’
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।