মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় সঞ্চয় সপ্তাহের উদ্বোধন, চুয়াডাঙ্গায় আলোচনা সভায় ডিসি
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে জাতীয় সঞ্চয় সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার পৃথক আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।চুয়াডাঙ্গা:‘অপচয় না করে সঞ্চয় কর, সমাজ ও দেশকে সমৃদ্ধ কর’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় জাতীয় সঞ্চয় সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা সঞ্চয় অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ভবিষ্যতের প্রয়োজনে প্রত্যেকেরই সাধ্যমতো সঞ্চয় এবং সঞ্চয়ের অর্থ বিনিয়োগ করতে হবে। নিজেকে ও পরিবারকে এগিয়ে নিতে হলে সঞ্চয়ের বিকল্প নেই। একটি দেশের উন্নয়ন সঞ্চয় ব্যতীত সম্ভব নয়। সঞ্চয়ের মাধ্যমেই একটি জাতি উন্নয়নের চরম শিখরে পৌঁছাতে পারে। তাই দেশকে এগিয়ে নিতে সঞ্চয়ের বিকল্প নেই। প্রত্যেক নাগরিক যদি সামর্থ্য অনুযায়ী সঞ্চয় করেন, তাহলে দেশও এগিয়ে যাবে। এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার ও অ্যাড. শামসুজ্জোহা। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের সব কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা বেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহনেওয়াজ ফারুক। এর আগে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন চুয়াডাঙ্গা কালেক্টর মসজিদের ইমাম কবির উদ্দিন। স্বাগত বক্তব্য দেন জেলা সঞ্চয় অফিসার মুকুল হোসেন। তিনি জানান, সঞ্চয় সপ্তাহ উপলক্ষে সাত দিনব্যাপী সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।মেহেরপুর:‘অপচয় না করে সঞ্চয় কর, সমাজ ও দেশকে সমৃদ্ধি কর’ এ প্রতিপাদ্যে মেহেরপুর জেলা সঞ্চয় অফিসের আয়োজনে জাতীয় সঞ্চয় সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌফিকুর রহমানের নেতৃত্বে র্যালিটি জেলা সঞ্চয় অফিস থেকে শুরু করে বাদ্যের তালে তালে প্রধান সড়ক হয়ে মেহেরপুর পৌরসভা চত্বর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালিতে অন্যদের মধ্যে জেলা সঞ্চয় কর্মকর্তা নজরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কে এম শাহীন কবীর, ডা. অলক কুমার দাস, অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল আহমেদ, সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। র্যালি শেষে মেহেরপুর জেলা সঞ্চয় অফিস প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সঞ্চয় কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাঈন উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কে এম শাহিন কবীর, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলোক কুমার দাস।ঝিনাইদহ:‘অপচয় না করে সঞ্চয় কর, সমাজ ও দেশকে সমৃদ্ধ কর’ এ স্লোগানে ঝিনাইদহে জাতীয় সঞ্চয় সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। জেলা সঞ্চয় অফিসের আয়োজনে গতকাল শনিবার সকালে শহরের এইচএসএস সড়কের জেলা কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক ময়েন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আবুল বাশার। এ ছাড়াও বক্তব্য দেন বিনিয়োগকারী মনোরঞ্জন বিশ্বাস, জেলা সঞ্চয় অফিসের আবু সাঈদ প্রমুখ। এ সময় বক্তারা, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সরকারের বাজেট ঘাটতি পূরণে সবাইকে সঞ্চয়পত্রে বিনিয়োগ করার আহ্বান জানান।