শুক্রবার | ১৬ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইবিতে বিএনপিপন্থী শিক্ষককে ঘিরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শাখা ছাত্রদলের Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে শিক্ষার্থীকে স্কুলব্যাগ উপহার Logo রাষ্ট্র বিনির্মাণের ডাক: সাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’ Logo ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ Logo শেরপুরে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ Logo ১৭ জানুয়ারি বায়রার ভোট গ্রহণ: সিন্ডিকেট মুক্ত বায়রা গঠনে সম্মিলিত সমন্বয় ফ্রন্টকে জয়যুক্ত করার আহ্বান Logo ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু Logo ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড শৈত্য প্রবাহ থাকবে আরও কয়েকদিন

  • rahul raj
  • আপডেট সময় : ০৩:৫৪:৪৩ অপরাহ্ণ, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
  • ৭৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:কিছুটা বেড়েও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। গত বৃহস্পতিবারও এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় সর্বনিম্ন ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এখনো চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। আরও কয়েকদিন শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে করে দিনমজুর, খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষদের সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়তে হচ্ছে। হিমেল বাতাসের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দিনে সূর্যের তাপ আর রাতে গরম পোশাক ছাড়া টিকে থাকাই যেন কষ্টসাধ্য। দিনরাত মিলিয়ে সবসময়ই বইছে হিমশীতল হাওয়া। গতকাল শুক্রবার তাপমাত্রা সামান্য বেড়ে দাঁড়িয়েছিল মৃদুতে। এরপর হঠাৎ নেমে যায় তাপমাত্রার পারদ। পৌষের শুরু থেকেই পড়ছে ঘন কুয়াশা। তেজহীন সূর্য থাকছে দিনভরই। বইছে হিমালয় ছুঁয়ে আসা হিমশীতল হাওয়া। এতে নাকাল জীবনযাপন করছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ জনপদ। বিশেষে করে ভাসমান ও ছিন্নমূল মানুষগুলোর দুর্ভোগের যেন অন্ত নেই। সকালে পথের ধারে খড়-কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে ছিন্নমূল মানুষদের। নিম্ন আয়ের মানুষেরা শীত নিবারণের জন্য কম দামে শীতবস্ত্র কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন বিভিন্ন ফুটপাতে গড়ে ওঠা ভাসমান দোকানগুলোয়।
আবহাওয়া অফিস জানায়, চুয়াডাঙ্গায় শুক্রবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ৯ কিলোমিটার। কয়েক দিন ধরে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসের কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আরও কয়েকদিন শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে। আকাশ মেঘ ও কুয়াশামুক্ত থাকায় শীতের তীব্রতা বেশি। আজ শনিবার থেকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
এদিকে, সরকারি, বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গতকাল শুক্রবার রাতে চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়িয়া আবাসনে থাকা পরিবারের মধ্যে কম্বল বিতরণ করে জেলা প্রশাসন। হতদরিদ্র মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে একটি করে কম্বল তুলে দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সিব্বির আহমেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইবিতে বিএনপিপন্থী শিক্ষককে ঘিরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শাখা ছাত্রদলের

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড শৈত্য প্রবাহ থাকবে আরও কয়েকদিন

আপডেট সময় : ০৩:৫৪:৪৩ অপরাহ্ণ, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯

নিউজ ডেস্ক:কিছুটা বেড়েও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। গত বৃহস্পতিবারও এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় সর্বনিম্ন ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এখনো চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। আরও কয়েকদিন শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে করে দিনমজুর, খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষদের সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়তে হচ্ছে। হিমেল বাতাসের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দিনে সূর্যের তাপ আর রাতে গরম পোশাক ছাড়া টিকে থাকাই যেন কষ্টসাধ্য। দিনরাত মিলিয়ে সবসময়ই বইছে হিমশীতল হাওয়া। গতকাল শুক্রবার তাপমাত্রা সামান্য বেড়ে দাঁড়িয়েছিল মৃদুতে। এরপর হঠাৎ নেমে যায় তাপমাত্রার পারদ। পৌষের শুরু থেকেই পড়ছে ঘন কুয়াশা। তেজহীন সূর্য থাকছে দিনভরই। বইছে হিমালয় ছুঁয়ে আসা হিমশীতল হাওয়া। এতে নাকাল জীবনযাপন করছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ জনপদ। বিশেষে করে ভাসমান ও ছিন্নমূল মানুষগুলোর দুর্ভোগের যেন অন্ত নেই। সকালে পথের ধারে খড়-কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে ছিন্নমূল মানুষদের। নিম্ন আয়ের মানুষেরা শীত নিবারণের জন্য কম দামে শীতবস্ত্র কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন বিভিন্ন ফুটপাতে গড়ে ওঠা ভাসমান দোকানগুলোয়।
আবহাওয়া অফিস জানায়, চুয়াডাঙ্গায় শুক্রবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ৯ কিলোমিটার। কয়েক দিন ধরে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসের কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আরও কয়েকদিন শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে। আকাশ মেঘ ও কুয়াশামুক্ত থাকায় শীতের তীব্রতা বেশি। আজ শনিবার থেকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
এদিকে, সরকারি, বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গতকাল শুক্রবার রাতে চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়িয়া আবাসনে থাকা পরিবারের মধ্যে কম্বল বিতরণ করে জেলা প্রশাসন। হতদরিদ্র মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে একটি করে কম্বল তুলে দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সিব্বির আহমেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান প্রমুখ।