নিউজ ডেস্ক:মেহেরপুর সদরের বারাদীতে মাত্র দুই দিনের ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চার জন। গত শনিবার ও গতকাল সোমবার এ দুর্ঘটনা দুটি ঘটে।
গত শনিবার বারাদীর বিএডিসি হিমাগারের সামনে সড়ক দুর্ঘটনায় মেহেরপুর সদরের যুগিন্দা গ্রামের মৃত খেদের আলীর ছেলে করিমনচালক শহিদুল ইসলাম (৪৫) নিহত হন। আহত হয় করিমনে থাকা তাঁরই ছেলে জাহিদ (১৮) ও একই গ্রামের আলতাব আলীর ছেলে জামাত আলী (৪৫)। জানা যায়, ভালাইপুর থেকে পান বিক্রি করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাকবলিত হয়ে মারা যান করিমনচালক শহিদুল ইসলাম।
অপরদিকে, মাত্র দুই দিনের ব্যবধানে গতকাল সোমবার বারাদি বাজারের অদূরে সড়ক দুর্ঘটনায় জামাল (৪৫) উদ্দিন নামের এক শ্রমিক নিহত এবং আব্বাস (৪৭) ও রিপন (৩৮) নামের আরও দুই শ্রমিক আহত হয়েছেন। সোমবার সকাল ছয়টার দিকে বারাদি বাজারের মশুরীভাজায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে। আহত আব্বাস পার্শ্ববর্তী শিবপুর গ্রামের ইয়াসনবীর ছেলে এবং রিপন একই গ্রামের আরজান ম-লের ছেলে। ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার সকালে সাত-আটজনের একদল শ্রমিক একটি আলগামনযোগে মেহেরপুর সদর উপজেলার চাঁদপুরে ফুলকপি কাটার উদ্দেশে রওনা দেন। আলগামনটি বারাদি বাজারের অদূরে মশুরীভাজায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে আলগামনটি রাস্তার পাশে উল্টে যায়। এতে জামাল, আব্বাস এবং রিপন আহত হন। আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করার পর জামালের মৃত্যু হয়। আহত আব্বাস বিশ্বাস বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এবং আহত রিপনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।