নিউজ ডেস্ক:মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে পাঁচ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মো. সেলিম (২৯) নামের এক যুবক আটক হয়েছে। গতকাল রোববার রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর শহরের তাহের ক্লিনিকের পেছন থেকে নতুন শেখপাড়ার মো. বাবু শেখের ছেলে মো. সেলিমকে পাঁচ বোতল ফেনসিডিলসহ আটক করে মেহেরপুর ডিবি পুলিশ। এ বিষয়ে মেহেরপুর সদর থানায় সেলিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
























































