শিরোনাম :
Logo জাবি ছাত্রদলের বর্ধিত কমিটি নিয়ে নানা সমালোচনা Logo দৈনিক কালের কন্ঠের সম্পাদকের সাথে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ Logo সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ! Logo গল্লামারী মৎস্য খামার হস্তান্তরে প্রধান উপদেষ্টার কাছে খুবি শিক্ষার্থীদের খোলা চিঠি Logo ইবিতে হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে চার সদস্যের তদন্ত কমিটি Logo খুবির আবাসন সংকট ও ক্যাম্পাস সম্প্রসারণ নিরসনে বাধা গল্লামারী মৎস্য খামার Logo রাজশাহী বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটির সভাপতি নিতু, সাধারণ সম্পাদক রিদয় Logo ডাঃ আব্দুল হাই ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ: ৯৩ কৃতি শিক্ষার্থীর মাঝে বৃত্তি সনদ ও নগদ সহায়তা প্রদান Logo সিরাজগঞ্জে রাস্তার কাজ শেষ হওয়ার আগেই ফাটল! প্রশাসনের তদন্তে অনিয়মের প্রমাণ Logo আব্দুর রহমানের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: জবির ফিন্যান্স ১৭তম ব্যাচের সহপাঠীদের বিবৃতি

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৪২:২০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
  • ৭৭০ বার পড়া হয়েছে

সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল
নিউজ ডেস্ক:সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত রোববার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। হিজরি সনের ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস হিসেবে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
চুয়াডাঙ্গা:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চুয়াডাঙ্গায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গত রোববার জোহরের নামাজের পর চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদে এ আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে মহানবীর (সা.) জীবন ও আদর্শের ওপর আলোচনা করেন চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা কার্যালয়ের উপপরিচালক এ বি এম রবিউল ইসলাম।
মেহেরপুর:
মেহেরপুর কালেক্টরেট জামে মসজিদের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দুপুরে মেহেরপুর কালেক্টরেট জামে মসজিদে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইবাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুফতি মো. হাফিজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম আনসার উদ্দিন বেলালী। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. তৌফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মঈনউদ্দিন, এনডিসি রাকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সেখানে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এদিকে, বাংলাদেশ শিশু একাডেমি মেহেরপুর জেলা শাখার আয়োজনে ও মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিশুদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া ও প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত রোববার দুপুরে মেহেরপুর জেলা শিশু একাডেমি মিলনায়তনে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। অন্যদের মধ্যে বক্তব্য দেন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম আনসার উদ্দিন বেলালী। পরে সেখানে দোয়া, মিলাদ মাহফিল ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অপর দিকে, মেহেরপুর সদর উপজেলার দিঘিরপাড়ার বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে গত রোববার সন্ধ্যারাতে দিঘীরপাড়া বাইতুল আমান জামে মসজিদে শিশুদের মধ্যে পবিত্র কুরআন শরীফ ও সনদপত্র বিতরণ করা হয়েছে। মসজিদ কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবদুল হান্নান, মসজিদের ইমাম শরিফুল ইসলাম, মো. আব্দুল হান্নান, খবিরুল ইসলাম প্রমুখ। পরে মোট ২৩ জন শিক্ষার্থীর মধ্যে টুপি, তসবি, পবিত্র কুরআন শরীফসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
ঝিনাইদহ:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। স্বাগত বক্তব্য দেন ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুল হামিদ খান। এ ছাড়াও বক্তব্য দেন কোটচাঁদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বাহারুল ইসলাম, পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ উল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন। সভায় বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিনসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা করেন। সেই সঙ্গে তাঁর দিকনির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করার আহ্বান জানান। পরে বিশেষ মোনাজাত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবি ছাত্রদলের বর্ধিত কমিটি নিয়ে নানা সমালোচনা

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন

আপডেট সময় : ১১:৪২:২০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯

সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল
নিউজ ডেস্ক:সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত রোববার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। হিজরি সনের ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস হিসেবে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
চুয়াডাঙ্গা:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চুয়াডাঙ্গায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গত রোববার জোহরের নামাজের পর চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদে এ আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে মহানবীর (সা.) জীবন ও আদর্শের ওপর আলোচনা করেন চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা কার্যালয়ের উপপরিচালক এ বি এম রবিউল ইসলাম।
মেহেরপুর:
মেহেরপুর কালেক্টরেট জামে মসজিদের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দুপুরে মেহেরপুর কালেক্টরেট জামে মসজিদে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইবাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুফতি মো. হাফিজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম আনসার উদ্দিন বেলালী। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. তৌফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মঈনউদ্দিন, এনডিসি রাকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সেখানে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এদিকে, বাংলাদেশ শিশু একাডেমি মেহেরপুর জেলা শাখার আয়োজনে ও মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিশুদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া ও প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত রোববার দুপুরে মেহেরপুর জেলা শিশু একাডেমি মিলনায়তনে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। অন্যদের মধ্যে বক্তব্য দেন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম আনসার উদ্দিন বেলালী। পরে সেখানে দোয়া, মিলাদ মাহফিল ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অপর দিকে, মেহেরপুর সদর উপজেলার দিঘিরপাড়ার বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে গত রোববার সন্ধ্যারাতে দিঘীরপাড়া বাইতুল আমান জামে মসজিদে শিশুদের মধ্যে পবিত্র কুরআন শরীফ ও সনদপত্র বিতরণ করা হয়েছে। মসজিদ কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবদুল হান্নান, মসজিদের ইমাম শরিফুল ইসলাম, মো. আব্দুল হান্নান, খবিরুল ইসলাম প্রমুখ। পরে মোট ২৩ জন শিক্ষার্থীর মধ্যে টুপি, তসবি, পবিত্র কুরআন শরীফসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
ঝিনাইদহ:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। স্বাগত বক্তব্য দেন ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুল হামিদ খান। এ ছাড়াও বক্তব্য দেন কোটচাঁদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বাহারুল ইসলাম, পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ উল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন। সভায় বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিনসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা করেন। সেই সঙ্গে তাঁর দিকনির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করার আহ্বান জানান। পরে বিশেষ মোনাজাত করা হয়।