চিৎলা ইউপির উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় ডিসি গোপাল চন্দ্র দাস
নিউজ ডেস্ক:আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়ন পরিষদের উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটন মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, ‘নির্বাচনে কোনো প্রকার দুর্নীতির চেষ্টা করবেন না। কোনো প্রার্থীর মনে বিশেষ কোনো ইচ্ছা থাকলে তা এখনই ঝেড়ে ফেলেন। নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। নির্বাচনে কারচুপির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) শারমিন সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহামমমেদ, ঝিনাইদহ র্যাব ৬-এর কোম্পানী কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মাসুদ আলম, বিজিবির ল্যান্ড সুবেদার মনিরুল ইসলাম, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আসাদুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা এ জি এম মোস্তফা ফেরদৌস, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ ও ভিডিপি কর্মকর্তা রওশন আরা। সভায় এ ছাড়াও উপস্থিত ছিলেন চিৎলা ইউনিয়নের তিন চেয়ারম্যান প্রার্থী হাসানুজ্জামান সরোয়ার, রবিউল ইসলাম ও আব্দুস সালাম বিপ্লব।
উল্লেখ্য, গত উপজেলা পরিষদ নির্বাচনে এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান পদত্যাগ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করেন। এ কারণে ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হলে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৯৯৯, মোট কেন্দ্র ৯টি, ১টি অস্থায়ী কেন্দ্র ও বুথ সংখ্যা ৫৬।