চুয়াডাঙ্গায় এপার বাংলা-ওপার বাংলার সূফী সমাবেশে এমপি ছেলুন জোয়ার্দ্দার
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় এপার বাংলা-ওপার বাংলার সুফী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে সমাবেশের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। উদ্বোধকের বক্তব্যে তিনি বলেন, ‘দুনিয়া এবং আখেরাতের মুক্তির জন্য ইসলামই একমাত্র পথ। আমাদের আত্মপরিচয় সঙ্কট নেই। মুসলমান হিসেবেই আমরা গর্বিত। সামাজিক আচার আচরণ ও মেলামেশা মানবজীবনের অবিচ্ছেদ্য অংশ।’ এ সময় তিনি আত্মশুদ্ধির পাশাপাশি নৈতিক সমাজ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সূফী অ্যাডুকেশন মিশন ট্রাস্ট অব ‘সুফি আস্তানা চুয়াডাঙ্গা’র সভাপতি সূফী মুফতি মাসুদুজ্জামান লিটুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারতের সুফি সমাজের সভাপতি সুফি সৈয়দ মাওলানা মোবারক করিম জহর। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সূফী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুফি রুহুল আমিন প্রামাণিক, ঘুটিয়ারী শরীফ দঃ ২৪ পরগণা কলকাতার সূফী নূরেতাজাল্লী আলহাজ্ব আব্দুর রহমান সরদার, রাজশাহীর দি মখদুম ফাউন্ডেশনের সভাপতি ডা. সূফী সুরায়েত রহমান রক্তিম, যশোরের সূফী নূরেতাজাল্লী ডা. আবার কারী গোলাম সরোয়ার, কিশোরগঞ্জের সূফী শাহ্ সারওয়ার মোস্থফা আবুল উলায়ী। সমাবেশে বক্তারা বিশ্ব মুসলমানদের সার্বিক অবস্থা, সমস্যা ও সমাধানের বিষয় নিয়ে আলোচনা করেন।