নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার কুলচাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে মোজাম্মেল হক (৩৮) নামের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বেলা তিনটার দিকে কুলচাড়া দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। আহত মোজাম্মেল কুলচাড়া দক্ষিণপাড়ার আব্দুস সামাদের ছেলে। জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী তোতার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল মোজাম্মেল হকের। গতাকল মোজাম্মেল তাঁর নিজ বাড়ির টিনের চাল মেরামতের কাজ করছিল। এ সময় টিনের চালের বৃষ্টির পানি কার জমিতে পড়বে, এ নিয়ে মোজাম্মেল ও তোতার মধ্যে বাগবিত-ার সৃষ্টি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি বাধলে তোতা একটি ছুরি দিয়ে মোজাম্মেলের মাথাই কোপ দিলে মোজাম্মেল গুরুত্বর জখম হন। এ সময় রক্তাক্ত জখম অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলার পরিকল্পনা চলছিল।
সমীকরণ প্রতিবেদন:




































