বৃহস্পতিবার | ১ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo রাতে হাসপাতাল ও এতিমখানায় গিয়ে কম্বল বিতরণ করলেন ইউএনও Logo জন্মদিন পালন না করে বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন জাবি ছাত্রদল নেতার Logo পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন Logo তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত Logo অস্ত্র কিনতে এসে খাগড়াছড়িতে আটক রাঙ্গুনিয়ার আইয়ুব Logo ২০২৫ সালে বিশ্বজুড়ে ভাঙল তাপমাত্রার রেকর্ড Logo বিশ্বব্যাপী ‘বিভাজন’ বিশ্বের সংকটকে আরও বাড়িয়ে তুলছে : জাতিসংঘের শরণার্থী প্রধান Logo সারাদেশে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে Logo বেগম জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার Logo বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী ও দেশের জন্য নিবেদিত প্রাণ

পুলিশ জনগণের শত্রু নয়, জনগণের প্রকৃত বন্ধু

  • rahul raj
  • আপডেট সময় : ১২:১০:০৮ অপরাহ্ণ, শনিবার, ১ জুন ২০১৯
  • ৭৩৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ
নিউজ ডেস্ক:পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চুয়াডাঙ্গা সদর থানায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের আয়োজনে থানা চত্ত্বরে পুলিশের এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু জিহাদ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রথান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.কলিমুল্লাহ।
এসময় বলেন, পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরণের অনুষ্ঠানের আয়োজন করে পুলিশ। পুলিশ জনগণের শত্রু নয় বরং পুলিশই জনগণের প্রকৃত বন্ধু। জনগণের সেবা করতে গিয়ে পুলিশের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তা উচ্চপদস্থ কর্মকর্তাদের জানাবেন। এলাকায় চুরি, ছিনতাই যাতে না হয় সেদিকে খেয়াল রাখার কথা উল্লেখ করে ও আসন্ন ঈদের জামাতে প্রতিটা ঈদগাহমাঠে স্বেচ্ছাসেবক রাখার কথা বলেন তিনি। যাতে জনগণ সতর্স্ফূতভাবে ঈদের নামাজ আদায় করতে পারে। এছাড়াও ঈদের দিনে উঠতি বয়সী ছেলেরা যাতে সড়কে মোটরসাইকেলে নিয়ে বেপরোয়া গতিসহ ঝিকঝাক চালাতে না পারে, নসিমন, করিমনে সাউন্ড বক্স লাগিয়ে উচ্ছৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেটারও খেয়াল রাখতে বলেন সদর থানাকে। মাদকের সঙ্গে কোনও আপোষ নেই জানিয়ে তিনি বলেন, মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করেন। তিনি আরো বলেন, বাল্য বিবাহ ও জঙ্গিবাদ থেকে দুরে থাকতে হবে। সবাই সচেতন হলেও দেশ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ দূর হয়ে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) আব্দুল খালেক, ওসি (অপারেশন) মাসুদুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের, শংকরচন্দ্র ইউপি চেয়ারম্যান আব্দুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির নেতাকর্মীরা। এছাড়ও এতে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাতে হাসপাতাল ও এতিমখানায় গিয়ে কম্বল বিতরণ করলেন ইউএনও

পুলিশ জনগণের শত্রু নয়, জনগণের প্রকৃত বন্ধু

আপডেট সময় : ১২:১০:০৮ অপরাহ্ণ, শনিবার, ১ জুন ২০১৯

চুয়াডাঙ্গায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ
নিউজ ডেস্ক:পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চুয়াডাঙ্গা সদর থানায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের আয়োজনে থানা চত্ত্বরে পুলিশের এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু জিহাদ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রথান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.কলিমুল্লাহ।
এসময় বলেন, পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরণের অনুষ্ঠানের আয়োজন করে পুলিশ। পুলিশ জনগণের শত্রু নয় বরং পুলিশই জনগণের প্রকৃত বন্ধু। জনগণের সেবা করতে গিয়ে পুলিশের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তা উচ্চপদস্থ কর্মকর্তাদের জানাবেন। এলাকায় চুরি, ছিনতাই যাতে না হয় সেদিকে খেয়াল রাখার কথা উল্লেখ করে ও আসন্ন ঈদের জামাতে প্রতিটা ঈদগাহমাঠে স্বেচ্ছাসেবক রাখার কথা বলেন তিনি। যাতে জনগণ সতর্স্ফূতভাবে ঈদের নামাজ আদায় করতে পারে। এছাড়াও ঈদের দিনে উঠতি বয়সী ছেলেরা যাতে সড়কে মোটরসাইকেলে নিয়ে বেপরোয়া গতিসহ ঝিকঝাক চালাতে না পারে, নসিমন, করিমনে সাউন্ড বক্স লাগিয়ে উচ্ছৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেটারও খেয়াল রাখতে বলেন সদর থানাকে। মাদকের সঙ্গে কোনও আপোষ নেই জানিয়ে তিনি বলেন, মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করেন। তিনি আরো বলেন, বাল্য বিবাহ ও জঙ্গিবাদ থেকে দুরে থাকতে হবে। সবাই সচেতন হলেও দেশ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ দূর হয়ে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) আব্দুল খালেক, ওসি (অপারেশন) মাসুদুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের, শংকরচন্দ্র ইউপি চেয়ারম্যান আব্দুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির নেতাকর্মীরা। এছাড়ও এতে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।