1. [email protected] : amzad khan : amzad khan
  2. [email protected] : NilKontho : Anis Khan
  3. [email protected] : Nil Kontho : Nil Kontho
  4. [email protected] : Nilkontho : rahul raj
  5. [email protected] : NilKontho-news :
  6. [email protected] : M D samad : M D samad
  7. [email protected] : NilKontho : shamim islam
  8. [email protected] : Nil Kontho : Nil Kontho
  9. [email protected] : user 2024 : user 2024
  10. [email protected] : Hossin vi : Hossin vi
গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে সংসদে যোগদানের আহ্বান প্রধানমন্ত্রীর | Nilkontho
২৭শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | রবিবার | ১১ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
হোম জাতীয় রাজনীতি অর্থনীতি জেলার খবর আন্তর্জাতিক আইন ও অপরাধ খেলাধুলা বিনোদন স্বাস্থ্য তথ্য ও প্রযুক্তি লাইফষ্টাইল জানা অজানা শিক্ষা ইসলাম
শিরোনাম :
বিমানবন্দর সড়কে শিক্ষার্থীদের চাপা দিল প্রাইভেটকার, আহত তিন ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে হাসনাত-সারজিসরা অপরাধী ব্যবসায়ীর বিচার হবে, চলবে প্রতিষ্ঠান : আসিফ মাহমুদ দেশের স্বার্থে সবাইকে বিভেদ ভুলে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার তেলআবিবে ট্রাক হামলায় ৬ ইসরাইলি সেনা নিহত: আহত ৫০ কোনো দল নিষিদ্ধের বিষয়ে আলোচনা হয়নি: রিজওয়ানা হাসান শেষ তিন সংসদের এমপি ও ইসিদের অনুসন্ধান চেয়ে আইনি নোটিশ নিষিদ্ধ উগ্রপন্থি সংগঠনের নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরিকল্পনা নেই চুয়াডাঙ্গায় যুবদল ও ছাত্রদলের ৫ জনকে কুপিয়ে-পিটিয়ে জখম চট্টগ্রামের কালুরঘাট সেতু দিয়ে যান চলাচল শুরু ভারতশাসিত কাশ্মিরের স্বাধীনতা সংগ্রামে সমর্থন পাকিস্তানের জবিতে আন্দোলনে ‘বীরত্বের পরিচয় দেওয়া’ শিক্ষার্থীদের সংবর্ধনা নিষিদ্ধ ছাত্রলীগ কি ছড়িয়ে পড়বে অন্য ছাত্র সংগঠনগুলোতে! ৯ বছর পর সিরিজ জিতল পাকিস্তান ইংল্যান্ড ৩য় টেস্ট হারলো ৯ উইকেটে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ গ্রেফতার কদমতলীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু পটিয়ায় আল-হেরা ইসলামী একাডেমি মিলাদ মাহফিল ও অভিভাবক সমাবেশ বাসের সিটে ১০ হাজার ইয়াবা, রাঙামাটিতে স্বামী-স্ত্রী আটক ডিসেম্বরের আগেই দেশে আসার পরিকল্পনা-হাসিনার চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে সংসদে যোগদানের আহ্বান প্রধানমন্ত্রীর

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জানুয়ারি, ২০১৯

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে গণতন্ত্রের স্বার্থে জনমতের প্রতি সম্মান দেখিয়ে সংসদে যোগদানের আহ্বান জানিয়ে বলেছেন, দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, কাজেই বিএনপির দুর্নীতির মামলা তার নিজস্ব গতিতেই চলবে।তিনি বলেন, যে কয়টা সিটে তারা (বিএনপি) জিতেছে। তারা যদি চায় তা হলে গণতন্ত্রের স্বার্থে তাদের সংসদে আসা প্রয়োজন।

প্রধানমন্ত্রী বলেন, তাদের কৃতকর্মের জন্য, দুর্নীতির জন্য যেসব মামলা হয়েছে সেসব মামলা তার আপন গতিতে চলবে। কেননা বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন।শনিবার বিকেলে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে দলের উপদেষ্টা পরিষদ এবং কার্যনির্বাহী সংসদের যৌথ সভার প্রারম্ভিক ভাষণে তিনি এসব কথা বলেন।নিজেদের দোষেই এবারের বিএনপি’র ভরাডুবি হয়েছে, এমন ইঙ্গিত করে তিনি বলেন, বিএনপি নির্বাচনে হেরেছে এই দোষ তারা কাকে দিবে। দোষ দিলে নিজেদেরকেই দিতে হয়। কারণ, একটি রাজনৈতিক দলের যদি নেতৃত্ব না থাকে, মাথাই না থাকে তাহলে সেই রাজনৈদিক দল কিভাবে নির্বাচনে জেতার কথা চিন্তা করতে পারে।প্রধানমন্ত্রী বলেন, একটি দলে পলাতক আসামী দিয়ে রাজনীতি করতে গেলে কি রেজাল্ট হতে পারে সেটাই তারা পেয়েছে। তবে, তাও এতটা হত না তারা যদি নির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে মনোনয়ন বাণিজ্যটা না করত। তা হলে হয়তো আরও ভালো রেজাল্ট করতে পারত।শেখ হাসিনা বলেন, বাংলাদেশটা তো ছোট সকলের খবরই জানা যায়- যেসব নেতারা হয়তো নির্বাচনে জয়ী হওয়ার মত নেতা, তাদের বাদ দিয়ে মোটা অংকের টাকা যারা দিতে পেরেছে তাকে মনোনয়ন দিয়েছে। একই আসনে ৩ থেকে ৫ জন নেতা আবার সেই মনোনয়ন দেওয়া নিয়ে তাদের অফিসে যে মারামারি, ভাংচুর, জামা ছেঁড়াছেড়ি-তার থেকেতো মানুষ জানতেই পেরেছে যে, এদের চরিত্রটা কি।‘কাজেই তাদের চরিত্র শোধরায়নি, বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করে দিয়েছে, যোগ করেন তিনি।শেখ হাসিনা বলেন, মানুষের মাঝে আজকে এই উপলব্ধি এসে গেছে যে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে তারা ভালো থাকে, তাদের জীবনমান উন্নত হয়। দারিদ্র্যের কষাঘাতে তাদের জর্জরিত হতে হয় না। তারা শান্তিতে থাকতে পারে। তাদের অর্থনৈতিক উন্নতি হয়।তিনি বলেন, আওয়ামী লীগ একটানা ১০ বছর হাতে সময় পেয়েছিল বলেই বাংলাদেশ আজকে সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।প্রধানমন্ত্রী নির্বাচনকে ঘিরে জনগণের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার উল্লেখ করে বলেন, এবারের নির্বাচনে সবচেয়ে লক্ষ্যণীয় ছিল নারী, তরুণ এবং প্রথম ভোটার হওয়া ভোটার সহ সর্বস্তরের ভোটারদের মাঝে স্বতঃস্ফূর্ততা। আর ভোট দানের প্রতি তাদের আগ্রহ ও লক্ষ্যণীয় ছিল।তিনি বলেন, ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, কামার, কুমার, জেলে, মেহনতী মানুষ থেকে ব্যবসায়ী সবার মনে একটা আকাঙ্খা ছিল- আওয়ামী লীগ আসলে তারা ভালো থাকবে, দেশটা ভালো চলবে, দেশটা উন্নত হবে।এবারের নির্বাচনকে শান্তিপূর্ণ আখ্যায়িত করে শেখ হাসিনা গুটিকতক স্থানে বিএনপি-জামাতের বিরুদ্ধে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ এনে বলেন, কোথাও তারা ব্যালট বাক্স ছিনতাই করতে গেছে, কোথাও তারা নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করেছে এবং তাদের অপকর্মের জন্য বেশ কিছু প্রাণহানি ঘটেছে। যার মধ্যে আমাদের দলের নেতাকর্মীরাও রয়েছে।তার কাছে নির্বাচনে বিএনপি-জামায়াতের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রমাণ রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, তারা প্রচেষ্টা চালিয়েছিল যেকোনভাবে যেন নির্বাচনটা বানচাল করা যায়।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাস সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি তারা করেছে, এতিমের অর্থ আত্মসাৎ করেছে, এই মামলাতো আওয়ামী লীগের দেওয়া না। এটা তত্ত্বাবধায়ক সরকারের দেওয়া। আর ঘুষ দুর্নীতি এবং মানি লন্ডারিং এর তো আন্তর্জাতিকভাবেই খবর বেরিয়েছে।আমেরিকা, কানাডা এবং সিঙ্গাপুরের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার তদন্তেই এসব তথ্য বেরিয়ে এসেছে, এমনকি আমেরিকা থেকে এদেশে এসে এফবিআই সাক্ষ্যও দিয়ে গেছে, বলেন তিনি।আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমরা শুধু এইটুকুই বলতে পারি আমরা যখনই সরকারে এসেছি দেশের জন্য দেশের জনগণের জন্য কাজ করেছি। আমরা কিন্তু কোনো রিভেঞ্জ (প্রতিশোধ) নিতে যাইনি বা কাউকে কোনো হয়রানি ও করতে যাইনি।’যদিও বিএনপি ক্ষমতায় আসার পর কেবল মাত্র তার বিরুদ্ধেই ১২টি মামলা দেয় এবং পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার দেয় আরো ৫-৬টি মামলা, এর পর বিশ্বব্যাংকের অর্থ আত্মসাতেরও কল্পিত অভিযোগ উঠেছিল, যেসব কেউই প্রমাণ করতে পারেনি, বলেও উল্লেখ করেন তিনি।তিনি বলেন, ‘সবগুলো চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করেছি এবং পদ্মাসেতুর দুর্নীতির অভিযোগটি আন্তর্জাতিকভাবেও তদন্ত হয়েছিল এবং সে তদন্ত করে তারা বলেছিল যে, সেখানে কোন দুর্নীতি হয়নি।’প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ অগ্নিপরীক্ষা দিয়ে এতদূর আসায় তাদের ওপর জনগণের আস্থা ও বিশ্বাস আরো দৃঢ় হয়েছে।জনগণের স্বার্থ এবং কল্যাণের জন্যই আওয়ামী লীগ সরকার পরিচালনা করে উল্লেখ করে তিনি বলেন, ‘গ্রামের মানুষ এবং তৃণমূলের জনগণের ভাগ্যের পরিবর্তনই তার নিজের এবং দলের রাজনীতির উদ্দেশ্য।’এ সময় নৌকা মার্কায় ভোট প্রদান করায় তিনি সকল সর্বস্তরেরর মানুষের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আওয়ামী লীগের এই বিপুল বিজয় তাদের দায়িত্বকে আরো বাড়িয়ে দিয়েছে বলেও উল্লেখ করেন।তিনি বলেন, ‘আরও ৫ বছরের জন্য আমরা ম্যান্ডেট পেলাম। আমাদেরকে এখন একটাই চিন্তা করতে হবে যে, আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি সেগুলো যেমন বাস্তবায়ন করতে হবে এবং বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের জন্য আরো কী কী করতে পারি সেটাও সিদ্ধান্ত নিতে হবে।’উন্নয়নশীল দেশ হিসেবে অর্জনগুলো ধরে রেখে আগামীতে আরো সামনে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমাদের সৌভাগ্য স্বাধীনতার রজতজয়ন্তীতে আমরা ক্ষমতায় ছিলাম। সূবর্ণজয়ন্তীও আমরা পালন করব।’জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালে মার্চ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত মুজিব বর্ষ পালিত হবে। সারাদেশব্যাপী ও আন্তর্জাতিকভাবে একবছর ধরে এ উৎসব চলবে বলেও তিনি জানান।

এই পোস্ট শেয়ার করুন:

এই বিভাগের আরো খবর

নামাযের সময়

সেহরির শেষ সময় - ভোর ৪:৪৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৩৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৪
  • ১১:৫২
  • ৩:৫৪
  • ৫:৩৪
  • ৬:৪৮
  • ৬:০৬

বিগত মাসের খবরগুলি

শুক্র শনি রবি সোম মঙ্গল বু বৃহ
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১