সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসাবে দায়িত্ব পালন করবে !

0
29

নিউজ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসাবে দায়িত্ব পালন করবে। এছাড়াও জাতীয় পার্টির কোন সংসদ সদস্য মন্ত্রী সভায় অর্ন্তভুক্ত হবেন না।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্বাক্ষরে আজ ‘সকলের অবগতির জন্য’ শিরোনামে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়, পদাধিকার বলে পার্টির পার্লামেন্টারি দলের সভাপতি হিসাবে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং কো- চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপনেতা হিসাবে দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে সংসদের স্পিকারকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য অনুরোধও জানানো হয় ।