শিরোনাম :
Logo হিটের প্রকল্প মূল্যায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান Logo পলাশবাড়ী কালীবাড়ী বাজারে অবৈধ দখল উচ্ছেদ Logo পলাশবাড়ীতে ইউপি সদস্যের  হাত পা ভেঙ্গে দিয়েছে একদল দুর্বৃত্তরা  Logo ঝালকাঠির নবগ্রাম কৃষি ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে সরেজমিনে ডিজিএম Logo সামাজিক মাধ্যমে অপপ্রচারে জর্জরিত দেশের শিল্পাঙ্গন বিনোদন প্রতিবেদন Logo ইবি কারাতে ক্লাবের নেতৃত্বে নোমান-সাদিয়া Logo গৌরবের অষ্টম বর্ষে আলোর দিশার পদার্পণে থাকছে নানা আয়োজন Logo শিক্ষার্থীদের রিটেক সমস্যা সমাধানে গাফিলতির অভিযোগ যবিপ্রবি প্রশাসনের বিরুদ্ধে  Logo নতুন ভবনেই বদলে যাবে সফিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র” Logo ভুয়া নিয়োগপত্রে প্রতারণা: সিরাজগঞ্জের যুবকের কাছ থেকে আদায় ২১ লাখ ৭০ হাজার টাকা

পিতার পশুত্বের শিকার সন্তান : ক্ষুব্ধ এলাকাবাসি

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৮:৩৮ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮
  • ৭৩৮ বার পড়া হয়েছে

বাড়ি ঘেরাও : অভিযুক্ত লম্পট পিতা গ্রেফতার
নিউজ ডেস্ক:কোথায় নারীর নিরাপত্তা! কাকে বিশ্বাস করবে নারী! গর্ভধারিণী মা? জন্মদাতা পিতা? কার কাছে নিরাপদ? দুনিয়াতে মানুষরূপী এই জন্তুদের কাছে আপন-পর বলে কি কিছু নেই? এতো কথার উত্তর খুঁজতে চায় ভুক্তভোগী সকল নারী। পিতার কাছে যদি সন্তান নিরাপদ না হয় তাহলে সে কার কাছে নিরাপদ! সমাজ, রাষ্ট্র, আইন, বিচার কার পক্ষে কথা বলবে? যখন জন্মদাতা পিতার পশু প্রবৃত্তির কাছে হার মানে অবলা কিশোরীর সম্ভ্রম বাঁচিয়ে রাখার লড়াই। তখন, আমরা যারা পিতা তারা এ লজ্জা লুকাবো কী করে? কী করে মাথা উঁচু করে বলবো আমি জন্মদাতা পিতা। আমি তোমার ভবিষ্যতের নিরাপদ সোপান।
একটি ঘটনার কারণে পিতা হিসাবে সন্তানের কাছে কোন বিশ্বাসযোগ্য বাক্য আজ আর থাকলো না। যদিও এই জঘন্য ঘটনা কোন উদাহরণ হতে পারে না। তারপরেও ঔরসজাত সন্তানের উপর পাশবিকতা ধর্মীয় অনুশাসন ও প্রতিপালনের অভাব বলে অনেকে মনে করতে পারেন। তবে কোন ভাবেই এমন জঘন্য ঘটনা যেন সমাজে আর পূণরাবৃত্তি না হয় সেদিকে সজাগ থাকতেই দৃষ্টান্তমূলক শাস্তি জরুরী।
তারপরেও বলতে হয় যে, আমাদের সমাজ ব্যবস্থায় মানুষের মাঝে ধর্মীয় শিক্ষা না থাকা আর নারী পুরুষের সহাবস্থানের পরিবেশ নির্বচনে ভুল করলে জৈবিকতার নোংরামীতে কিছু কিছু পুরুষের মাঝে পশু প্রবৃত্তি মাথা চাড়া দেয়। ঠিক তেমনটিই ঘটেছে নি¤েœর উল্লেখ্য ঘটনায়। আমাদের সমাজ সংসার বা স্থান কাল পাত্র ভেদে সকল নোংরামির পিছনে রয়েছে নোংরা প্রবৃত্তির মানুষের জন্য নির্জন পরিবেশ; যা নারীর জন্য প্রতিকূল বা ভয়াবহ।
আজ বলতেই হয় এক শ্রেনীর পশু প্রবৃত্তির পুরুষের কাছে নারীরা আর নিরাপদ নয়। একটি ঘটনা নয় ইতোপূর্বে চুয়াডাঙ্গা শহরের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান শালিকার মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে রাতের পর রাত ধরে ধর্ষণ ও পরে তাকে পতিতালয়ে বিক্রির মত জঘন্য ঘটনা ঘটায়। তৎকালীন সময়ে খালুর উপর বিশ্বাস ভঙ্গ হয়। সে ক্ষেত্রে ওই খালুর বেশ কয়েক বছর জেল হয়। সম্ভ্রম হারানো ওই কিশোরী আজো অভিশাপ করে খালু নামের পুরুষনামের জানোয়ারটিকে। এটাই শেষ নয়। চুয়াডাঙ্গা শহরের নিউ মার্কেটের এক নাইট গার্ড তার সৎ মেয়েকে রাতের পর রাত জোরপূর্বক ধর্ষণ করে সৎ পিতার অসৎ চরিত্রের নোংরামী প্রকাশ করে দেয়।
সর্বশেষ সন্তান যাকে সব থেকে নিরাপদ আশ্রয় ও অগাধ আস্থার বলে জানতো; সেই পিতায় নরপিশাচ, ধর্ষকে পরিণত হলে সন্তানের নিরাপত্তা ও আস্থার জায়গা বলে কিছুই আর থাকেনা!
প্রিয় পাঠক এই প্রতিবেদন প্রকাশে পশুত্ব প্রবৃত্তি দমিত হোক। যদিও এমন একটি ঘটনার বর্ণনা করে সংবাদ লিখতে বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হই। এরপরেও লিখতে হচ্ছে কারণ আমরা সকল পাঠককে জানাতে চাই এটা সংবাদ নয় সকল পুরুষরুপী পশুদের জন্য আগাম সংশোধণ ও সতর্ক বার্তা মাত্র।
প্রিয় পাঠক এতো কথা যে কারণে লেখা সেই ঘটনার বর্ণনা সংক্ষিপ্তভাবে তুলে ধরা হলো- গতকাল দামুড়হুদার কার্পাসডাঙ্গায় পিতারুপী এক জানোয়ার কর্তৃক নিজের ওরসজাত বা আপন মেয়েকে ধর্ষণ করেছে মর্মে অভিযোগ উঠেছে। পিতার ধর্ষণে ওই কিশোরী ২ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা এখন সবার মুখে মুখে। এঘটনায় পিতারুপী ওই জানোয়ারের বাড়ী ঘেরাও করে এলাকাবাসী এবং জানোয়ারকে দামুড়হুদা পুলিশ গ্রেফতার করে। মেয়ের সাথে দৈহিক সম্পর্ক স্থাপনকারী জাহান্নামের কিট ওই পিতার নাম আজাদ হোসেন (৪২)। সে দামুড়হুদা উপজেলার হরিশচন্দ্রপুর নতুন গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। এ ঘটনায় ওই লম্পটের স্ত্রী রশিদা বেগম বাদী হয়ে লম্পট স্বামীর নামে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হিটের প্রকল্প মূল্যায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান

পিতার পশুত্বের শিকার সন্তান : ক্ষুব্ধ এলাকাবাসি

আপডেট সময় : ১০:২৮:৩৮ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮

বাড়ি ঘেরাও : অভিযুক্ত লম্পট পিতা গ্রেফতার
নিউজ ডেস্ক:কোথায় নারীর নিরাপত্তা! কাকে বিশ্বাস করবে নারী! গর্ভধারিণী মা? জন্মদাতা পিতা? কার কাছে নিরাপদ? দুনিয়াতে মানুষরূপী এই জন্তুদের কাছে আপন-পর বলে কি কিছু নেই? এতো কথার উত্তর খুঁজতে চায় ভুক্তভোগী সকল নারী। পিতার কাছে যদি সন্তান নিরাপদ না হয় তাহলে সে কার কাছে নিরাপদ! সমাজ, রাষ্ট্র, আইন, বিচার কার পক্ষে কথা বলবে? যখন জন্মদাতা পিতার পশু প্রবৃত্তির কাছে হার মানে অবলা কিশোরীর সম্ভ্রম বাঁচিয়ে রাখার লড়াই। তখন, আমরা যারা পিতা তারা এ লজ্জা লুকাবো কী করে? কী করে মাথা উঁচু করে বলবো আমি জন্মদাতা পিতা। আমি তোমার ভবিষ্যতের নিরাপদ সোপান।
একটি ঘটনার কারণে পিতা হিসাবে সন্তানের কাছে কোন বিশ্বাসযোগ্য বাক্য আজ আর থাকলো না। যদিও এই জঘন্য ঘটনা কোন উদাহরণ হতে পারে না। তারপরেও ঔরসজাত সন্তানের উপর পাশবিকতা ধর্মীয় অনুশাসন ও প্রতিপালনের অভাব বলে অনেকে মনে করতে পারেন। তবে কোন ভাবেই এমন জঘন্য ঘটনা যেন সমাজে আর পূণরাবৃত্তি না হয় সেদিকে সজাগ থাকতেই দৃষ্টান্তমূলক শাস্তি জরুরী।
তারপরেও বলতে হয় যে, আমাদের সমাজ ব্যবস্থায় মানুষের মাঝে ধর্মীয় শিক্ষা না থাকা আর নারী পুরুষের সহাবস্থানের পরিবেশ নির্বচনে ভুল করলে জৈবিকতার নোংরামীতে কিছু কিছু পুরুষের মাঝে পশু প্রবৃত্তি মাথা চাড়া দেয়। ঠিক তেমনটিই ঘটেছে নি¤েœর উল্লেখ্য ঘটনায়। আমাদের সমাজ সংসার বা স্থান কাল পাত্র ভেদে সকল নোংরামির পিছনে রয়েছে নোংরা প্রবৃত্তির মানুষের জন্য নির্জন পরিবেশ; যা নারীর জন্য প্রতিকূল বা ভয়াবহ।
আজ বলতেই হয় এক শ্রেনীর পশু প্রবৃত্তির পুরুষের কাছে নারীরা আর নিরাপদ নয়। একটি ঘটনা নয় ইতোপূর্বে চুয়াডাঙ্গা শহরের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান শালিকার মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে রাতের পর রাত ধরে ধর্ষণ ও পরে তাকে পতিতালয়ে বিক্রির মত জঘন্য ঘটনা ঘটায়। তৎকালীন সময়ে খালুর উপর বিশ্বাস ভঙ্গ হয়। সে ক্ষেত্রে ওই খালুর বেশ কয়েক বছর জেল হয়। সম্ভ্রম হারানো ওই কিশোরী আজো অভিশাপ করে খালু নামের পুরুষনামের জানোয়ারটিকে। এটাই শেষ নয়। চুয়াডাঙ্গা শহরের নিউ মার্কেটের এক নাইট গার্ড তার সৎ মেয়েকে রাতের পর রাত জোরপূর্বক ধর্ষণ করে সৎ পিতার অসৎ চরিত্রের নোংরামী প্রকাশ করে দেয়।
সর্বশেষ সন্তান যাকে সব থেকে নিরাপদ আশ্রয় ও অগাধ আস্থার বলে জানতো; সেই পিতায় নরপিশাচ, ধর্ষকে পরিণত হলে সন্তানের নিরাপত্তা ও আস্থার জায়গা বলে কিছুই আর থাকেনা!
প্রিয় পাঠক এই প্রতিবেদন প্রকাশে পশুত্ব প্রবৃত্তি দমিত হোক। যদিও এমন একটি ঘটনার বর্ণনা করে সংবাদ লিখতে বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হই। এরপরেও লিখতে হচ্ছে কারণ আমরা সকল পাঠককে জানাতে চাই এটা সংবাদ নয় সকল পুরুষরুপী পশুদের জন্য আগাম সংশোধণ ও সতর্ক বার্তা মাত্র।
প্রিয় পাঠক এতো কথা যে কারণে লেখা সেই ঘটনার বর্ণনা সংক্ষিপ্তভাবে তুলে ধরা হলো- গতকাল দামুড়হুদার কার্পাসডাঙ্গায় পিতারুপী এক জানোয়ার কর্তৃক নিজের ওরসজাত বা আপন মেয়েকে ধর্ষণ করেছে মর্মে অভিযোগ উঠেছে। পিতার ধর্ষণে ওই কিশোরী ২ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা এখন সবার মুখে মুখে। এঘটনায় পিতারুপী ওই জানোয়ারের বাড়ী ঘেরাও করে এলাকাবাসী এবং জানোয়ারকে দামুড়হুদা পুলিশ গ্রেফতার করে। মেয়ের সাথে দৈহিক সম্পর্ক স্থাপনকারী জাহান্নামের কিট ওই পিতার নাম আজাদ হোসেন (৪২)। সে দামুড়হুদা উপজেলার হরিশচন্দ্রপুর নতুন গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। এ ঘটনায় ওই লম্পটের স্ত্রী রশিদা বেগম বাদী হয়ে লম্পট স্বামীর নামে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেছেন।