মঙ্গলবার | ২৩ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখতে হবে” — অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন Logo খুলনায় এনসিপি নেতাকে গুলি: সাতক্ষীরা সীমান্ত সিল, বিজিবির ৫৭ চেকপোস্ট ও ৮৭টি অতিরিক্ত টহল Logo কুয়াশার চাদরে মোড়া ডিসেম্বরের ক্যাম্পাস Logo যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগের আহ্বান জেলেনস্কির Logo নির্বাচনে আস্থার পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথবাহিনী: ইসি সানাউল্লাহ Logo রজব মাসের চাঁদ দেখা গেছে Logo কুমিল্লায় আইদি পরিবহন প্রবেশে প্রতিবন্ধকতা, চাঁদপুরে মানববন্ধন Logo মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চাঁদপুর-৩ আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী সাংবাদিক আহসান উল্লাহ Logo আগামী ২৭ ডিসেম্বর শনিবার চর্যাপদ সাহিত্য একাডেমির শীতকালীন গিটারসন্ধ্যা Logo তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ও শুভেচ্ছা মিছিল

অক্টোবর ২০১৮ মাসে মোট হত্যাকান্ডের সংখ্যা ১৯১ জন-BHRC

  • Nil Kontho
  • আপডেট সময় : ১২:৪৩:০১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮
  • ৭৫৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: বাংলাদেশ মানবাধিকার কমিশন-ইঐজঈ’র বিভিন্ন জেলা, উপজেলা ও পৌরসভার শাখা থেকে প্রাপ্ত তথ্য এবং বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে ইঐজঈ’র ডকুমেন্টেশন বিভাগ অনুসন্ধান এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন-ওঐজঈ’র সহযোগিতায় প্রতিবেদন সম্পন্ন করে। জরিপে অক্টোবর ২০১৮ মাসে সারা দেশে মোট হত্যাকান্ড সংঘটিত হয় ১৯১টি। এ ধরনের হত্যাকান্ড অবশ্যই আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি। ইঐজঈ এই হত্যাকান্ডের হার ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অক্টোবর ২০১৮ মাসে গড়ে প্রতিদিন হত্যাকান্ড ঘটে প্রায় ৭টি। আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত বিভাগের কর্মকর্তাদের অবশ্যই অধিক দায়িত্ববান হতে হবে। আইন প্রয়োগকারী সংস্থার গতিশীল কার্যক্রমের মাধ্যমে হত্যাকান্ড কমিয়ে শুন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। বাংলাদেশের গণতন্ত্র ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিক রূপদান এবং মানবাধিকার সম্মত সমাজ প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা প্রয়োজন। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই কেবলমাত্র এ ধরণের ক্রমবর্ধমান হত্যাকান্ড হ্রাস করা সম্ভব। সম্প্রতি শিশু নির্যাতন ও হত্যা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্ধেগ ও এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে সরকার ও আইন শৃংখলা বাহিনীর কাছে জোর দাবি জানিয়েছেন।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডকুমেন্টেশন বিভাগের জরিপে দেখা যায়-
২০১৮ সালের অক্টোবর মাসে হত্যাকান্ডের শিকার————————————————– ১৯১ জন।

এর মধ্যে
০১। যৌতুকের কারণে হত্যা —————————————————————- ০২ জন।
০২। পারিবারিক সহিংসতায় হত্যা———————————————————— ২১ জন।
০৩। সামাজিক সহিংসতায় হত্যা ————————————————————  ৪১ জন।
০৪। রাজনৈতিক কারণে হত্যা —————————————————————  ০৬ জন।
০৫। আইন শৃংখলা বাহিনীর হাতে হত্যা —————————————————— ১২ জন।
০৬। বিএসএফ কর্তৃক হত্যা  —————————————————————- ০২ জন।
০৭। চিকিৎসকের অবহেলায় মৃত্যু ———————————————————— ০৫ জন।
০৬। অপহরণ হত্যা————————————————————————- ০৭ জন।
০৭। গুপ্ত হত্যা  —————————————————————————- ০৯ জন।
০৮। রহস্যজনক মৃত্যু ———————————————————————– ৮৪ জন।
০৯। ধর্ষণের পর হত্যা ——————————————————————— ০২ জন।

বিভিন্ন দুর্ঘটনায় নিহত –
ক) পরিবহন দুর্ঘটনায় মৃত্যু —————————————————————- ২১৪ জন।
খ) আত্মহত্যা —————————————————————————-  ১৩ জন।

অক্টোবর ২০১৮ সালে কতিপয় নির্যাতনের উল্লেখযোগ্য ঘটনাবলী –
ক) ধর্ষণ———————————————————————————- ১৮ জন।
খ) যৌন নির্যাতন————————————————————————– ২১ জন।
গ) যৌতুক নির্যাতন———————————————————————— ০৫ জন।
ঘ) সাংবাদিক নির্যাতন ——————————————————————— ০২ জন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখতে হবে” — অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন

অক্টোবর ২০১৮ মাসে মোট হত্যাকান্ডের সংখ্যা ১৯১ জন-BHRC

আপডেট সময় : ১২:৪৩:০১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮

নিউজ ডেস্ক: বাংলাদেশ মানবাধিকার কমিশন-ইঐজঈ’র বিভিন্ন জেলা, উপজেলা ও পৌরসভার শাখা থেকে প্রাপ্ত তথ্য এবং বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে ইঐজঈ’র ডকুমেন্টেশন বিভাগ অনুসন্ধান এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন-ওঐজঈ’র সহযোগিতায় প্রতিবেদন সম্পন্ন করে। জরিপে অক্টোবর ২০১৮ মাসে সারা দেশে মোট হত্যাকান্ড সংঘটিত হয় ১৯১টি। এ ধরনের হত্যাকান্ড অবশ্যই আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি। ইঐজঈ এই হত্যাকান্ডের হার ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অক্টোবর ২০১৮ মাসে গড়ে প্রতিদিন হত্যাকান্ড ঘটে প্রায় ৭টি। আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত বিভাগের কর্মকর্তাদের অবশ্যই অধিক দায়িত্ববান হতে হবে। আইন প্রয়োগকারী সংস্থার গতিশীল কার্যক্রমের মাধ্যমে হত্যাকান্ড কমিয়ে শুন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। বাংলাদেশের গণতন্ত্র ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিক রূপদান এবং মানবাধিকার সম্মত সমাজ প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা প্রয়োজন। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই কেবলমাত্র এ ধরণের ক্রমবর্ধমান হত্যাকান্ড হ্রাস করা সম্ভব। সম্প্রতি শিশু নির্যাতন ও হত্যা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্ধেগ ও এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে সরকার ও আইন শৃংখলা বাহিনীর কাছে জোর দাবি জানিয়েছেন।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডকুমেন্টেশন বিভাগের জরিপে দেখা যায়-
২০১৮ সালের অক্টোবর মাসে হত্যাকান্ডের শিকার————————————————– ১৯১ জন।

এর মধ্যে
০১। যৌতুকের কারণে হত্যা —————————————————————- ০২ জন।
০২। পারিবারিক সহিংসতায় হত্যা———————————————————— ২১ জন।
০৩। সামাজিক সহিংসতায় হত্যা ————————————————————  ৪১ জন।
০৪। রাজনৈতিক কারণে হত্যা —————————————————————  ০৬ জন।
০৫। আইন শৃংখলা বাহিনীর হাতে হত্যা —————————————————— ১২ জন।
০৬। বিএসএফ কর্তৃক হত্যা  —————————————————————- ০২ জন।
০৭। চিকিৎসকের অবহেলায় মৃত্যু ———————————————————— ০৫ জন।
০৬। অপহরণ হত্যা————————————————————————- ০৭ জন।
০৭। গুপ্ত হত্যা  —————————————————————————- ০৯ জন।
০৮। রহস্যজনক মৃত্যু ———————————————————————– ৮৪ জন।
০৯। ধর্ষণের পর হত্যা ——————————————————————— ০২ জন।

বিভিন্ন দুর্ঘটনায় নিহত –
ক) পরিবহন দুর্ঘটনায় মৃত্যু —————————————————————- ২১৪ জন।
খ) আত্মহত্যা —————————————————————————-  ১৩ জন।

অক্টোবর ২০১৮ সালে কতিপয় নির্যাতনের উল্লেখযোগ্য ঘটনাবলী –
ক) ধর্ষণ———————————————————————————- ১৮ জন।
খ) যৌন নির্যাতন————————————————————————– ২১ জন।
গ) যৌতুক নির্যাতন———————————————————————— ০৫ জন।
ঘ) সাংবাদিক নির্যাতন ——————————————————————— ০২ জন।