স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ লেখাপড়া ভালোভাবে করার জন্য অবশেষে একটি ল্যাপটপ পেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী সাদিয়া আফরিন তৃষ্ণা। রোববার বিকেলে ঝিনাইদহ পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু তৃষ্ণার হাতে ল্যাপটপটি তুলে দেন। এসময় তৃষ্ণার পিতা মিজানুর রহমানসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। দৃষ্টি প্রতিবন্ধী হওয়া স্বত্তেও অদম্য ইচ্ছাশক্তির বলে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ব্রাহিমপুর গ্রামের নাইট গার্ড পিতা মিজানুর রহমানের মেয়ে তৃষ্ণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। অর্থভাবে একটি ল্যাপটপ কিনে দিতে পারছিল না তার পিতা। এ সংক্রান্ত সংবাদ প্রচারিত হয় বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রচারের পর ঝিনাইদহ পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু তাকে একটি ল্যাপটপ দেওয়ার আশ্বাস প্রদাণ করেন। ঈদের ছুটিতে বাড়িতে আসার পর তৃষ্ণা রোববার বিকেলে ল্যাপটপটি গ্রহণ করেন।
বৃহস্পতিবার
২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ