স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ ঝিনাইদহ কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিফাত ফারদিন (২০) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিজ বাড়িতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় । রাত ৯ টার দিকে পোল্ট্রি খামারে বিদ্যুত লাইনের সমস্যার কারনে বিদ্যুৎ বন্ধ ছিল। রিফাত বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত রিফাত কালীগঞ্জ উপজেলার মহেশ্বরচাদা গ্রামের ওমান প্রবাসি আশরাফুল ইসলামের ছেলে ও স্থানীয় মাহাতাব উদ্দীন ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র। মহেশ্বরচাদা গ্রামের কৃষক হেলাল উদ্দীন জানান, রাতে নিজেদের পোল্ট্রি ফার্মে বিদ্যুতের তার ছিড়ে যায়। রিফাত বিদ্যুৎ সংযোগ চালু করার জন্য সে নিয়ে কাজ করছিল। এ সময় বিদ্যুৎ ছিল না। কিন্তু হঠাৎ বিদ্যুৎ সংযোগ এসে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার
২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ