নিউজ ডেস্ক:
পবিত্র রমজান মাসে সরকারি অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পুনঃনির্ধারণ করা হয়েছে।
সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থার জন্য এ অফিস সময় পুনঃনির্ধাণের সিদ্ধান্ত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নেয়া হয়।
বৈঠক শেষে বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মাদ শফিউল আলম বলেন, সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থায় সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কর্ম ঘন্টা হবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে ১৫ মিনিট বিরতি থাকবে।
তিনি বলেন, রমজান মাসের জন্য সুপ্রিম কোর্ট, হাসপাতাল, ব্যাংক, বীমা কোম্পানী ও জরুরি সেবাসংস্থাগুলো তাদের নিজস্ব সময়সীমা নির্ধারণ করবে।