মঙ্গলবার | ২৩ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ Logo দেবহাটায় সাসের সমৃদ্ধি কর্মসূচির উন্নয়ন মেলা অনুষ্ঠিত Logo নানা আয়োজনে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র তুললেন কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেন Logo দীর্ঘ ৩০ বছর ধরে বসবাস করা বসতবাড়ি ভোগদখল জমিজমা নিমিষেই বেদখল Logo আন্তর্জাতিক ওয়াইফাই নেটওয়ার্ক ‘এডুরম’ উদ্বোধন খুলনা বিশ্ববিদ্যালয়ে Logo পলাশবাড়ীতে বিএনপির আনন্দ মিছিল Logo মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখতে হবে” — অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন Logo খুলনায় এনসিপি নেতাকে গুলি: সাতক্ষীরা সীমান্ত সিল, বিজিবির ৫৭ চেকপোস্ট ও ৮৭টি অতিরিক্ত টহল Logo কুয়াশার চাদরে মোড়া ডিসেম্বরের ক্যাম্পাস

বিএনপি নির্বাচনে অংশ না নিলে সংবিধানে কোন পরিবর্তন আসবে না : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ১০:৪৪:১৪ পূর্বাহ্ণ, রবিবার, ৬ মে ২০১৮
  • ৭৫৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ গ্রহনে বিরত থাকলেও সংবিধানে কোন পরিবর্তন আসবে না।
তিনি বলেন, ‘বিএনপির আগামী নির্বাচনে অংশ নেয়া বা না নেয়ার স্বাধীনতা রয়েছে। তবে সংবিধান অনুযায়ী যথাসময়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান এবং নির্বাচন কারো জন্যই অপেক্ষা করবে না। গত জাতীয় নির্বাচন যেমন কারো জন্য অপেক্ষা করে নি, আগামী জাতীয় নির্বাচনও কারো জন্য অপেক্ষা করবে না।’
ওবায়দুল কাদের শনিবার বিকেলে বন্দর নগরীরর একটি কমিউনিটি সেন্টারে তৃনমূলের নেতাদের চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিন এবং নগর আওয়ামী লীগের অধীন বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
সভায় সাবেক মন্ত্রী ড. আফসারুল আমিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়–য়া প্রমুখ উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে নিয়ে চিন্তিত হওয়ার কোন কারণ নেই। কারণ তারা গত নয় বছরের নয় মিনিটও রাজপথে আন্দোলন করতে পারে নাই। আগামী নয় মাসেও কিছু করতে পারবে না। তারা (বিএনপি) সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে এখন নতুন ইস্যু তৈরি করার ষড়যন্ত্র করছে। তারা পার্বত্য চট্টগ্রামের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার ষড়যন্ত্র করছে। তাদের এ ধরনের হীন ষড়যন্ত্র কখনো সফল হবে না।
আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয়কে সুনিশ্চিত করার জন্য অভ্যন্তরীণ বিরোধ ও ভূলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘ আমরা ঐক্যবদ্ধ না হলে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখা সম্ভব হবে না।’
দেশের মানুষকে খুশি করাই আওয়ামী লীগের মূল এজন্ডা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কতিপয় দলীয় নেতা-কর্মীর দুর্ব্যবহারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জনকে ম্লান এবং দেশের উন্নয়নকে ব্যাহত করতে দেওয়া হবে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ

বিএনপি নির্বাচনে অংশ না নিলে সংবিধানে কোন পরিবর্তন আসবে না : ওবায়দুল কাদের

আপডেট সময় : ১০:৪৪:১৪ পূর্বাহ্ণ, রবিবার, ৬ মে ২০১৮

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ গ্রহনে বিরত থাকলেও সংবিধানে কোন পরিবর্তন আসবে না।
তিনি বলেন, ‘বিএনপির আগামী নির্বাচনে অংশ নেয়া বা না নেয়ার স্বাধীনতা রয়েছে। তবে সংবিধান অনুযায়ী যথাসময়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান এবং নির্বাচন কারো জন্যই অপেক্ষা করবে না। গত জাতীয় নির্বাচন যেমন কারো জন্য অপেক্ষা করে নি, আগামী জাতীয় নির্বাচনও কারো জন্য অপেক্ষা করবে না।’
ওবায়দুল কাদের শনিবার বিকেলে বন্দর নগরীরর একটি কমিউনিটি সেন্টারে তৃনমূলের নেতাদের চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিন এবং নগর আওয়ামী লীগের অধীন বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
সভায় সাবেক মন্ত্রী ড. আফসারুল আমিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়–য়া প্রমুখ উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে নিয়ে চিন্তিত হওয়ার কোন কারণ নেই। কারণ তারা গত নয় বছরের নয় মিনিটও রাজপথে আন্দোলন করতে পারে নাই। আগামী নয় মাসেও কিছু করতে পারবে না। তারা (বিএনপি) সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে এখন নতুন ইস্যু তৈরি করার ষড়যন্ত্র করছে। তারা পার্বত্য চট্টগ্রামের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার ষড়যন্ত্র করছে। তাদের এ ধরনের হীন ষড়যন্ত্র কখনো সফল হবে না।
আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয়কে সুনিশ্চিত করার জন্য অভ্যন্তরীণ বিরোধ ও ভূলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘ আমরা ঐক্যবদ্ধ না হলে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখা সম্ভব হবে না।’
দেশের মানুষকে খুশি করাই আওয়ামী লীগের মূল এজন্ডা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কতিপয় দলীয় নেতা-কর্মীর দুর্ব্যবহারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জনকে ম্লান এবং দেশের উন্নয়নকে ব্যাহত করতে দেওয়া হবে না।