বর্তমান ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: মওদুদ

  • আপডেট সময় : ০৩:১৭:৫৬ অপরাহ্ণ, শনিবার, ৫ মে ২০১৮
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নির্বাচন কমিশন(ইসি) পুনর্গঠনের দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এই কমিশনের পক্ষে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা সম্ভব নয়। কারণ গাজীপুর ও খুলনায় সরকার সমর্থকরা প্রতিদিন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চলেছে। কিন্তু কমিশন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।

নির্বাচন কমিশন সরকারের স্বার্থে কাজ করছে বলেও অভিযোগ করেন মওদুদ। তিনি বলেন, নির্বাচন কমিশন যত পদক্ষেপ নিচ্ছে সব সরকারি প্রার্থীদের বিজয়ী ও বিরোধীদের পরাজিত করার জন্য।

বিএনপি যাতে আগামী নির্বাচনে অংশ না নেয় সেজন্য সরকারের সব আয়োজন চলছে বলেও মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি অভিযোগ করে বলেন, যতই নির্বাচনের কাছাকাছি যাচ্ছি ততই মনে হয় সরকার আরও বেপরোয়া হয়ে উঠছে। সুষ্ঠু নির্বাচন রুখতে যত রকমের ষড়যন্ত্র করা যায় সেগুলো তারা করছে।

বিডি-প্রতিদিন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বর্তমান ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: মওদুদ

আপডেট সময় : ০৩:১৭:৫৬ অপরাহ্ণ, শনিবার, ৫ মে ২০১৮

নিউজ ডেস্ক:

নির্বাচন কমিশন(ইসি) পুনর্গঠনের দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এই কমিশনের পক্ষে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা সম্ভব নয়। কারণ গাজীপুর ও খুলনায় সরকার সমর্থকরা প্রতিদিন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চলেছে। কিন্তু কমিশন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।

নির্বাচন কমিশন সরকারের স্বার্থে কাজ করছে বলেও অভিযোগ করেন মওদুদ। তিনি বলেন, নির্বাচন কমিশন যত পদক্ষেপ নিচ্ছে সব সরকারি প্রার্থীদের বিজয়ী ও বিরোধীদের পরাজিত করার জন্য।

বিএনপি যাতে আগামী নির্বাচনে অংশ না নেয় সেজন্য সরকারের সব আয়োজন চলছে বলেও মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি অভিযোগ করে বলেন, যতই নির্বাচনের কাছাকাছি যাচ্ছি ততই মনে হয় সরকার আরও বেপরোয়া হয়ে উঠছে। সুষ্ঠু নির্বাচন রুখতে যত রকমের ষড়যন্ত্র করা যায় সেগুলো তারা করছে।

বিডি-প্রতিদিন