শিরোনাম :
Logo যবিপ্রবিতে শিক্ষকদের উচ্চশিক্ষা যাত্রায় শুভেচ্ছা ও প্রত্যাবর্তনে সংবর্ধনা- ২০২৫ অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রী পদে একজন ১০ বছরের বেশি নয়, একমত সব দল Logo থাইল্যান্ড ও কম্বোডিয়াকে যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প Logo চুয়াডাঙ্গা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি শুরু জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণের উদ্যোগ, পুরো পৌর এলাকায় চলবে স্প্রে কার্যক্রম Logo এক বছরের ব্যবধানে বিএনপির আয় বেড়েছে ১৪ গুণ Logo পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু Logo দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড Logo হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের ১৭তম আসর শুরু করবে বাংলাদেশ Logo ইবিতে শিক্ষার্থীকে হুমকির অভিযোগ, মানহানির পাল্টা অভিযোগ দায়ের সহ-সমন্বয়কের Logo কয়রায় যৌথ অভিযানে জব্দকৃত ৭০০ কেজি কাকড়া অবমুক্ত

পিতৃ সম্পত্তি রক্ষা করতে আইনের আশ্রয় নবীগঞ্জে আদালতের আদেশ অমান্য করে বিল্ডিং নির্মান

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:০৬:৩৬ অপরাহ্ণ, রবিবার, ৪ মার্চ ২০১৮
  • ৭৫৩ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় নিরিহ লোকেরা তাদের পিতৃ সম্পত্তি রক্ষা করতে আইনের আশ্রয় নিয়ে ও কোন সুফল পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। প্রতিপক্ষ লোকেরা আদালতের আদেশকে অমান্য করে ছল-চাতুরির মাধ্যমে বিল্ডিং নির্মানে ব্যস্ত রয়েছে। সুত্রে প্রকাশ ওই উপজেলার দীঘলবাক ইউনিয়নের ফাদুল্লা গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার পুত্র ও কন্যাদের পিতৃ সম্পত্তি ফাদুল্লা মৌজার এসএ খতিয়ান ২১০ আরএস খতিয়ান ২৫১ এসএ দাগনং ১৪১,১৪৪ আরএস দাগ নং ১১৩ এতে ৪৬ শতাংশ বোর ও আমন রকম ভুমি রয়েছে। ওই ভুমির দিকে কুদৃষ্টি পড়ে এবং ভুমি তাদের বলে দাবি করেন একই গ্রামের মৃত নাজিম উল্লার পুত্র ও কনর মিয়া, বিলাল মিয়া,জাবেল মিয়া,কন্যা আফিয়া বেগম, রাজিয়া বেগম, রুহেনা খাতুন,সালমা বেগম,সিদ্দিকা বেগম,ওয়াহিদা বেগম ও নাজিম উল্লার স্ত্রী চমকতারা বিবি। তারা ঐক্যজোট হয়ে ওই সম্পত্তি আত্মসাত করার পাঁয়তারা করেন। এতে হবিগঞ্জ আদালতের শরনাপন্ন হন ভুমির মাািলক মৃত আব্দুল লতিফ মিয়ার পুত্র আব্দুল নুর ও সমসুর নুর গংরা। তারা গত ২৮ শে ফেব্রæয়ারি হবিগঞ্জ বিজ্ঞ আদালতে সম্পদ রক্ষার জন্য মামলা দায়ের করেন।আদালত তাদের মামলাটি আমলে নিয়ে বিশ দিনের মধ্যে জবার প্রদান এবং ওই ভুমিতে আসমীদের কাজ না করার নিষেদাজ্ঞা জারি করেন। কিন্তু মামলার সংবাদ শোনে প্রতিপক্ষ কনর মিয়া, বিলাল মিয়া, জাবেল মিয়াগং ঐক্যজোট হয়ে ওই ভুৃমিতে ছল-চাতুরী করে বিল্ডিং নির্মান করছেন বলে অভিযোগ করেন সমসুর নুর মিয়া ও তার পক্ষের লোকজন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যবিপ্রবিতে শিক্ষকদের উচ্চশিক্ষা যাত্রায় শুভেচ্ছা ও প্রত্যাবর্তনে সংবর্ধনা- ২০২৫ অনুষ্ঠিত

পিতৃ সম্পত্তি রক্ষা করতে আইনের আশ্রয় নবীগঞ্জে আদালতের আদেশ অমান্য করে বিল্ডিং নির্মান

আপডেট সময় : ০৭:০৬:৩৬ অপরাহ্ণ, রবিবার, ৪ মার্চ ২০১৮

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় নিরিহ লোকেরা তাদের পিতৃ সম্পত্তি রক্ষা করতে আইনের আশ্রয় নিয়ে ও কোন সুফল পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। প্রতিপক্ষ লোকেরা আদালতের আদেশকে অমান্য করে ছল-চাতুরির মাধ্যমে বিল্ডিং নির্মানে ব্যস্ত রয়েছে। সুত্রে প্রকাশ ওই উপজেলার দীঘলবাক ইউনিয়নের ফাদুল্লা গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার পুত্র ও কন্যাদের পিতৃ সম্পত্তি ফাদুল্লা মৌজার এসএ খতিয়ান ২১০ আরএস খতিয়ান ২৫১ এসএ দাগনং ১৪১,১৪৪ আরএস দাগ নং ১১৩ এতে ৪৬ শতাংশ বোর ও আমন রকম ভুমি রয়েছে। ওই ভুমির দিকে কুদৃষ্টি পড়ে এবং ভুমি তাদের বলে দাবি করেন একই গ্রামের মৃত নাজিম উল্লার পুত্র ও কনর মিয়া, বিলাল মিয়া,জাবেল মিয়া,কন্যা আফিয়া বেগম, রাজিয়া বেগম, রুহেনা খাতুন,সালমা বেগম,সিদ্দিকা বেগম,ওয়াহিদা বেগম ও নাজিম উল্লার স্ত্রী চমকতারা বিবি। তারা ঐক্যজোট হয়ে ওই সম্পত্তি আত্মসাত করার পাঁয়তারা করেন। এতে হবিগঞ্জ আদালতের শরনাপন্ন হন ভুমির মাািলক মৃত আব্দুল লতিফ মিয়ার পুত্র আব্দুল নুর ও সমসুর নুর গংরা। তারা গত ২৮ শে ফেব্রæয়ারি হবিগঞ্জ বিজ্ঞ আদালতে সম্পদ রক্ষার জন্য মামলা দায়ের করেন।আদালত তাদের মামলাটি আমলে নিয়ে বিশ দিনের মধ্যে জবার প্রদান এবং ওই ভুমিতে আসমীদের কাজ না করার নিষেদাজ্ঞা জারি করেন। কিন্তু মামলার সংবাদ শোনে প্রতিপক্ষ কনর মিয়া, বিলাল মিয়া, জাবেল মিয়াগং ঐক্যজোট হয়ে ওই ভুৃমিতে ছল-চাতুরী করে বিল্ডিং নির্মান করছেন বলে অভিযোগ করেন সমসুর নুর মিয়া ও তার পক্ষের লোকজন।