শিরোনাম :
Logo ‎খুবির অমিত্রাক্ষরের নেতৃত্বে সৌরভ – বৈশাখী ‎ Logo ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’র বিরুদ্ধে রাবি ছাত্রীসংস্থার প্রতিবাদ কর্মসূচি Logo সেনাবাহিনীকে নিয়ে ভুয়া তথ্যে সয়লাব, রয়েছে ভারতীয় গণমাধ্যমও Logo পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় ‘ভিপি নুর’ বিশৃঙ্খলা করেছেন, ডিএনসিসির বিবৃতি Logo পররাষ্ট্র সচিব নিজেই তার অবস্থান থেকে সরে যেতে চান: পররাষ্ট্র উপদেষ্টা Logo হিন্দু-মুসলমান সবার ব্যক্তিক ও সামষ্টিক সত্তার ‘অভেদসুন্দর’ সাম্য সৃষ্টি করেছিলেন নজরুল- কবি আবদুল হাই শিকদার Logo ‘বিএনপিপন্থি তিন উপদেষ্টাকে পদত্যাগ করাতে বাধ্য হবো’ Logo ১৮২৩ কোটি টাকা পাচার রোধে ম্যারিকোর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন Logo সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির মানববন্ধন ও জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারক  লিপি প্রদান Logo ‘ফ্রি খাওয়া’ নেই, শৃঙ্খলায় রাবির হল ডাইনিং; ক্যাফেটেরিয়ায় ক্ষোভ

পিতৃ সম্পত্তি রক্ষা করতে আইনের আশ্রয় নবীগঞ্জে আদালতের আদেশ অমান্য করে বিল্ডিং নির্মান

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:০৬:৩৬ অপরাহ্ণ, রবিবার, ৪ মার্চ ২০১৮
  • ৭৪২ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় নিরিহ লোকেরা তাদের পিতৃ সম্পত্তি রক্ষা করতে আইনের আশ্রয় নিয়ে ও কোন সুফল পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। প্রতিপক্ষ লোকেরা আদালতের আদেশকে অমান্য করে ছল-চাতুরির মাধ্যমে বিল্ডিং নির্মানে ব্যস্ত রয়েছে। সুত্রে প্রকাশ ওই উপজেলার দীঘলবাক ইউনিয়নের ফাদুল্লা গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার পুত্র ও কন্যাদের পিতৃ সম্পত্তি ফাদুল্লা মৌজার এসএ খতিয়ান ২১০ আরএস খতিয়ান ২৫১ এসএ দাগনং ১৪১,১৪৪ আরএস দাগ নং ১১৩ এতে ৪৬ শতাংশ বোর ও আমন রকম ভুমি রয়েছে। ওই ভুমির দিকে কুদৃষ্টি পড়ে এবং ভুমি তাদের বলে দাবি করেন একই গ্রামের মৃত নাজিম উল্লার পুত্র ও কনর মিয়া, বিলাল মিয়া,জাবেল মিয়া,কন্যা আফিয়া বেগম, রাজিয়া বেগম, রুহেনা খাতুন,সালমা বেগম,সিদ্দিকা বেগম,ওয়াহিদা বেগম ও নাজিম উল্লার স্ত্রী চমকতারা বিবি। তারা ঐক্যজোট হয়ে ওই সম্পত্তি আত্মসাত করার পাঁয়তারা করেন। এতে হবিগঞ্জ আদালতের শরনাপন্ন হন ভুমির মাািলক মৃত আব্দুল লতিফ মিয়ার পুত্র আব্দুল নুর ও সমসুর নুর গংরা। তারা গত ২৮ শে ফেব্রæয়ারি হবিগঞ্জ বিজ্ঞ আদালতে সম্পদ রক্ষার জন্য মামলা দায়ের করেন।আদালত তাদের মামলাটি আমলে নিয়ে বিশ দিনের মধ্যে জবার প্রদান এবং ওই ভুমিতে আসমীদের কাজ না করার নিষেদাজ্ঞা জারি করেন। কিন্তু মামলার সংবাদ শোনে প্রতিপক্ষ কনর মিয়া, বিলাল মিয়া, জাবেল মিয়াগং ঐক্যজোট হয়ে ওই ভুৃমিতে ছল-চাতুরী করে বিল্ডিং নির্মান করছেন বলে অভিযোগ করেন সমসুর নুর মিয়া ও তার পক্ষের লোকজন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‎খুবির অমিত্রাক্ষরের নেতৃত্বে সৌরভ – বৈশাখী ‎

পিতৃ সম্পত্তি রক্ষা করতে আইনের আশ্রয় নবীগঞ্জে আদালতের আদেশ অমান্য করে বিল্ডিং নির্মান

আপডেট সময় : ০৭:০৬:৩৬ অপরাহ্ণ, রবিবার, ৪ মার্চ ২০১৮

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় নিরিহ লোকেরা তাদের পিতৃ সম্পত্তি রক্ষা করতে আইনের আশ্রয় নিয়ে ও কোন সুফল পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। প্রতিপক্ষ লোকেরা আদালতের আদেশকে অমান্য করে ছল-চাতুরির মাধ্যমে বিল্ডিং নির্মানে ব্যস্ত রয়েছে। সুত্রে প্রকাশ ওই উপজেলার দীঘলবাক ইউনিয়নের ফাদুল্লা গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার পুত্র ও কন্যাদের পিতৃ সম্পত্তি ফাদুল্লা মৌজার এসএ খতিয়ান ২১০ আরএস খতিয়ান ২৫১ এসএ দাগনং ১৪১,১৪৪ আরএস দাগ নং ১১৩ এতে ৪৬ শতাংশ বোর ও আমন রকম ভুমি রয়েছে। ওই ভুমির দিকে কুদৃষ্টি পড়ে এবং ভুমি তাদের বলে দাবি করেন একই গ্রামের মৃত নাজিম উল্লার পুত্র ও কনর মিয়া, বিলাল মিয়া,জাবেল মিয়া,কন্যা আফিয়া বেগম, রাজিয়া বেগম, রুহেনা খাতুন,সালমা বেগম,সিদ্দিকা বেগম,ওয়াহিদা বেগম ও নাজিম উল্লার স্ত্রী চমকতারা বিবি। তারা ঐক্যজোট হয়ে ওই সম্পত্তি আত্মসাত করার পাঁয়তারা করেন। এতে হবিগঞ্জ আদালতের শরনাপন্ন হন ভুমির মাািলক মৃত আব্দুল লতিফ মিয়ার পুত্র আব্দুল নুর ও সমসুর নুর গংরা। তারা গত ২৮ শে ফেব্রæয়ারি হবিগঞ্জ বিজ্ঞ আদালতে সম্পদ রক্ষার জন্য মামলা দায়ের করেন।আদালত তাদের মামলাটি আমলে নিয়ে বিশ দিনের মধ্যে জবার প্রদান এবং ওই ভুমিতে আসমীদের কাজ না করার নিষেদাজ্ঞা জারি করেন। কিন্তু মামলার সংবাদ শোনে প্রতিপক্ষ কনর মিয়া, বিলাল মিয়া, জাবেল মিয়াগং ঐক্যজোট হয়ে ওই ভুৃমিতে ছল-চাতুরী করে বিল্ডিং নির্মান করছেন বলে অভিযোগ করেন সমসুর নুর মিয়া ও তার পক্ষের লোকজন।