মেহেরপুর প্রতিনিধি: বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে মানববন্ধন করেছে মেহেরপুর জেলা বিএনপি। গতকাল সোমবার সকাল ৯টার দিকে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন-এর নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, আনছারুল হক, শেখ সাঈদ আহমেদ , সাংগঠনিক সম্পাদক রোমানা আহাম্মেদ, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ দলীয় নেতা-কর্মীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন। এসময় বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানান। তা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুসিয়ারী দেন।
শুক্রবার
১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ