শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী Logo কুবির বাংলা বিভাগের বাংলা নাটক বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন Logo মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত Logo মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৫ এর উদ্বোধন Logo পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ প্রদর্শনী Logo আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছি: চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী বাবু খান

চীনাদের ইংরেজি খারাপ হওয়ার অবাক করা কারণ!

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:০৭:০৫ অপরাহ্ণ, শনিবার, ২১ জানুয়ারি ২০১৭
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিশ্বে ইংরেজি বানান নাকি সবচেয়ে বেশি ভুল করেন চীন দেশের লোকেরাই। সম্প্রতি এমন এক রিসার্চ রিপোর্টের পর এর কারণ অনুসন্ধান শুরু হয়। ২০০৮ সালের বেজিং অলিম্পিকের পর ব্যাপারটা অনেকটা সামনে আসে।

দর্শক, সাংবাদিকরা অনেকেই বলেন চীনাদের ইংরেজি বেশ খারাপ। বিশ্বের প্রায় সর্বত্রই চীনাদের দেখা যায়। তাদের সঙ্গে কথা বলেও দেখা যায়, উচ্চশিক্ষিত চীনা ব্যক্তিরাও ইংরেজিতে ঠিক সাবলিল নন। কিন্তু কেন? এর কারণগুলো খুঁজতে বসে অনেকে অনেক কথা বলেন। তার মধ্যে বেশ কয়েকটি কারণ উঠে এসেছে-

১. মান্দারিনকে খুব গুরত্ব দিতে গিয়ে শিক্ষা ব্যবস্থায় ইংরেজিকে অবহেলা করা হয়েছে দীর্ঘকাল। চীনা সরকার মান্দারিনকে এত গুরুত্ব দেয় যে, ছাত্রছাত্রীদের বোঝানো হয়- মান্দারিনকেই দুনিয়ার সেরা ভাষায় পরিণত করতে হবে। ফলে ইংরেজিকে অবহেলা করা হয় একটা বড় সময় ধরে। যখন ইংরেজিকে গুরত্ব দেওয়া শুরু হলো- তখন চীনে ভাল ইংরেজি শিক্ষকের অভাব দেখা দিল।

২. চীনা ভাষায় আর্টিকেল, প্রোনাউন, জেন্ডার, ভার্ভ ইনফিলেকশন, পারফেক্ট টেন্স-এর কোনও অস্তিত্ব নেই। কিন্তু ইংরেজি শিখতে হলে এই বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ।

৩. চীন দেশিরা ইংরেজি শিখতে গিয়ে সবচেয়ে মুশকিলে পড়েন শোনার ক্ষেত্রে। ইংরেজি ব্যাকারণটাও খুব খারাপ চীনাদের।

৪. চীনা সংস্কৃতি, জীবনযাত্রায় ইংরেজি ভাষার ব্যবহার একেবারে কম। এই যেমন আমাদের দেশে দোকান, শপিং মল বা বাসে ইংরেজি শব্দ, বাক্যের খুব ব্যবহার হয়। কিন্তু চীনের সর্বত্র শুধু মান্দারিন আর মান্দারিন। ফলে ইংরেজি শিখতে  বেগ পেতে হয়।

৫. তা ছাড়া ইংরেজির সঙ্গে মান্দারিন ভাষার তফাৎটাও অনেক। সবচেয়ে বড় তফাৎ হলো বানানে। যেমন- “Through” is pronounced “throo.” But “rough” is not pronounced “roo.” The spellings and grammar are tricky to navigate when one is learning for the first time & it tends to be more so if one is older.

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী

চীনাদের ইংরেজি খারাপ হওয়ার অবাক করা কারণ!

আপডেট সময় : ০৩:০৭:০৫ অপরাহ্ণ, শনিবার, ২১ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

বিশ্বে ইংরেজি বানান নাকি সবচেয়ে বেশি ভুল করেন চীন দেশের লোকেরাই। সম্প্রতি এমন এক রিসার্চ রিপোর্টের পর এর কারণ অনুসন্ধান শুরু হয়। ২০০৮ সালের বেজিং অলিম্পিকের পর ব্যাপারটা অনেকটা সামনে আসে।

দর্শক, সাংবাদিকরা অনেকেই বলেন চীনাদের ইংরেজি বেশ খারাপ। বিশ্বের প্রায় সর্বত্রই চীনাদের দেখা যায়। তাদের সঙ্গে কথা বলেও দেখা যায়, উচ্চশিক্ষিত চীনা ব্যক্তিরাও ইংরেজিতে ঠিক সাবলিল নন। কিন্তু কেন? এর কারণগুলো খুঁজতে বসে অনেকে অনেক কথা বলেন। তার মধ্যে বেশ কয়েকটি কারণ উঠে এসেছে-

১. মান্দারিনকে খুব গুরত্ব দিতে গিয়ে শিক্ষা ব্যবস্থায় ইংরেজিকে অবহেলা করা হয়েছে দীর্ঘকাল। চীনা সরকার মান্দারিনকে এত গুরুত্ব দেয় যে, ছাত্রছাত্রীদের বোঝানো হয়- মান্দারিনকেই দুনিয়ার সেরা ভাষায় পরিণত করতে হবে। ফলে ইংরেজিকে অবহেলা করা হয় একটা বড় সময় ধরে। যখন ইংরেজিকে গুরত্ব দেওয়া শুরু হলো- তখন চীনে ভাল ইংরেজি শিক্ষকের অভাব দেখা দিল।

২. চীনা ভাষায় আর্টিকেল, প্রোনাউন, জেন্ডার, ভার্ভ ইনফিলেকশন, পারফেক্ট টেন্স-এর কোনও অস্তিত্ব নেই। কিন্তু ইংরেজি শিখতে হলে এই বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ।

৩. চীন দেশিরা ইংরেজি শিখতে গিয়ে সবচেয়ে মুশকিলে পড়েন শোনার ক্ষেত্রে। ইংরেজি ব্যাকারণটাও খুব খারাপ চীনাদের।

৪. চীনা সংস্কৃতি, জীবনযাত্রায় ইংরেজি ভাষার ব্যবহার একেবারে কম। এই যেমন আমাদের দেশে দোকান, শপিং মল বা বাসে ইংরেজি শব্দ, বাক্যের খুব ব্যবহার হয়। কিন্তু চীনের সর্বত্র শুধু মান্দারিন আর মান্দারিন। ফলে ইংরেজি শিখতে  বেগ পেতে হয়।

৫. তা ছাড়া ইংরেজির সঙ্গে মান্দারিন ভাষার তফাৎটাও অনেক। সবচেয়ে বড় তফাৎ হলো বানানে। যেমন- “Through” is pronounced “throo.” But “rough” is not pronounced “roo.” The spellings and grammar are tricky to navigate when one is learning for the first time & it tends to be more so if one is older.