মেহেরপুর সংবাদদাতা, ২৩ শে জানুয়ারী ॥ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা প্রদাননহ ১১ দফা দাবিতে মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন করেছেন এমপিওভূক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার সকালে শিক্ষকদের ক্লাস বর্জনের ফলে বিপাকে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দুর-দুরান্ত থেকে ক্লাস করতে এসে ফিরে যাচ্ছেন তারা। তাদেরর দাবি ক্লাস বর্জন নয় বিকল্প আন্দোলনের মাধ্যমে শিক্ষকরা যাতে দাবি দাওয়া আদায় করার চেষ্টা করেন। তানাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা সিলেবাস শেষ করতে পারবেন না। এদিকে দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শিক্ষক নেতারা।
মঙ্গলবার
২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ