বুধবার | ২৪ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ Logo দেবহাটায় সাসের সমৃদ্ধি কর্মসূচির উন্নয়ন মেলা অনুষ্ঠিত Logo নানা আয়োজনে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র তুললেন কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেন Logo দীর্ঘ ৩০ বছর ধরে বসবাস করা বসতবাড়ি ভোগদখল জমিজমা নিমিষেই বেদখল Logo আন্তর্জাতিক ওয়াইফাই নেটওয়ার্ক ‘এডুরম’ উদ্বোধন খুলনা বিশ্ববিদ্যালয়ে Logo পলাশবাড়ীতে বিএনপির আনন্দ মিছিল Logo মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখতে হবে” — অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন Logo খুলনায় এনসিপি নেতাকে গুলি: সাতক্ষীরা সীমান্ত সিল, বিজিবির ৫৭ চেকপোস্ট ও ৮৭টি অতিরিক্ত টহল Logo কুয়াশার চাদরে মোড়া ডিসেম্বরের ক্যাম্পাস

পদ্মা সেতু নিয়ে চক্রান্তকারীদের একজন খালেদা : স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট সময় : ১২:১৪:৪৬ অপরাহ্ণ, শুক্রবার, ৫ জানুয়ারি ২০১৮
  • ৭৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বেগম খালেদা জিয়া পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেছেন। তিনি চক্রান্তকারীদের একজন, যারা পদ্মা সেতু হোক তা চায়নি।
মন্ত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে তার দেয়া বক্তব্যে এটাই প্রমাণিত হয় যে, বিশ্বব্যাংককে তিনি প্রভাবিত করেছেন, যাতে বাংলাদেশে তাদের টাকা না আসতে পারে এবং পদ্মা সেতু নির্মাণ না হয়।
তিনি গতকাল রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের শেখ রাসেল গ্রাউন্ডে ডিজিটাল এলইডি ডিসপ্লে স্থাপনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের কারণে পদ্মা সেতু হচ্ছে এবং এই সেতু দিয়েই খালেদা জিয়া বহর নিয়ে পদ্মার ওপারে যাবেন।
‘পদ্মা সেতু নিয়ে খালেদা জিয়া এ ধরনের মিথ্যাচার করতে পারেন না। তার এ ধরনের মন্তব্য প্রমাণ করে এটি তাদের রাজনৈতিক চরিত্র’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, পদ্মা সেতু জোড়াতালি দিয়ে হচ্ছে না। কাজের অগ্রগতি হয়েছে। দেশের জনগণের জন্য সঠিকভাবেই এই সেতু নির্মাণ হচ্ছে।
তিনি বলেন, ২০১৮ সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হবে।
মন্ত্রী বলেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো জনস্বার্থে ডিজিটাল এলইডি ডিসপ্লে স্থাপন করা হয়েছে। শিগগিরই ঢাকা শহরে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই ডিজিটাল এলইডি ডিসপ্লে স্থাপন করা হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এহসানুল কবির, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ফয়েজ আহমেদ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়–য়া।
উত্তম কুমার বলেন, বাংলাদেশ স্বাস্থ্যসেবা খাতে এগিয়েছে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করেছে।
ডা. আবুল কালাম আজাদ বলেন, এই ডিজিটাল এলইডি ডিসপ্লেতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে স্বাস্থ্য অধিদফতর জনস্বার্থে স্বাস্থ্য বিষয়ক তথ্য, পরামর্শ, উপদেশাবলী এবং সরকারের গৃহীত বিভিন্ন কর্মকা- সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে কাজ করবে।
পর্যায়ক্রমে দেশের বিভাগীয় শহরের বিভিন্ন হাসপাতালে এই ধরনের ডিজিটাল ডিসপ্লে স্থাপন করা হবে। এই ডিসপ্লেতে সহায়তা করেছে এসেনসিয়াল ড্রাগস।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ

পদ্মা সেতু নিয়ে চক্রান্তকারীদের একজন খালেদা : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ১২:১৪:৪৬ অপরাহ্ণ, শুক্রবার, ৫ জানুয়ারি ২০১৮

নিউজ ডেস্ক:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বেগম খালেদা জিয়া পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেছেন। তিনি চক্রান্তকারীদের একজন, যারা পদ্মা সেতু হোক তা চায়নি।
মন্ত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে তার দেয়া বক্তব্যে এটাই প্রমাণিত হয় যে, বিশ্বব্যাংককে তিনি প্রভাবিত করেছেন, যাতে বাংলাদেশে তাদের টাকা না আসতে পারে এবং পদ্মা সেতু নির্মাণ না হয়।
তিনি গতকাল রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের শেখ রাসেল গ্রাউন্ডে ডিজিটাল এলইডি ডিসপ্লে স্থাপনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের কারণে পদ্মা সেতু হচ্ছে এবং এই সেতু দিয়েই খালেদা জিয়া বহর নিয়ে পদ্মার ওপারে যাবেন।
‘পদ্মা সেতু নিয়ে খালেদা জিয়া এ ধরনের মিথ্যাচার করতে পারেন না। তার এ ধরনের মন্তব্য প্রমাণ করে এটি তাদের রাজনৈতিক চরিত্র’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, পদ্মা সেতু জোড়াতালি দিয়ে হচ্ছে না। কাজের অগ্রগতি হয়েছে। দেশের জনগণের জন্য সঠিকভাবেই এই সেতু নির্মাণ হচ্ছে।
তিনি বলেন, ২০১৮ সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হবে।
মন্ত্রী বলেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো জনস্বার্থে ডিজিটাল এলইডি ডিসপ্লে স্থাপন করা হয়েছে। শিগগিরই ঢাকা শহরে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই ডিজিটাল এলইডি ডিসপ্লে স্থাপন করা হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এহসানুল কবির, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ফয়েজ আহমেদ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়–য়া।
উত্তম কুমার বলেন, বাংলাদেশ স্বাস্থ্যসেবা খাতে এগিয়েছে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করেছে।
ডা. আবুল কালাম আজাদ বলেন, এই ডিজিটাল এলইডি ডিসপ্লেতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে স্বাস্থ্য অধিদফতর জনস্বার্থে স্বাস্থ্য বিষয়ক তথ্য, পরামর্শ, উপদেশাবলী এবং সরকারের গৃহীত বিভিন্ন কর্মকা- সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে কাজ করবে।
পর্যায়ক্রমে দেশের বিভাগীয় শহরের বিভিন্ন হাসপাতালে এই ধরনের ডিজিটাল ডিসপ্লে স্থাপন করা হবে। এই ডিসপ্লেতে সহায়তা করেছে এসেনসিয়াল ড্রাগস।