ঝিনাইদহ প্রতিনিধিঃ আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণের সকল প্রস্তুতি শেষ হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর’র মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান। শনিবার সকালে জেলা শিক্ষা অফিসের আয়োজনে ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ে মাধ্যমিক বিদ্যালয়ে পিবিএম কার্যক্রম জোরদার করণের লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। তিনি বলেন, ১লা জানুয়ারি বই বিতরণের মধ্যে দিয়ে আমরা বই উৎসব ও বর্ষবরণ উদযাপন করব। দীর্ঘ ৯ বছর যাবত বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী এ ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছেন। যার মাধ্যমে দেশের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় কোন ছেদ পড়েনি, আগামিতেও কোন ছেদ পড়বে না। জেলা শিক্ষা অফিসার মোকছেদুল ইসলাম এর সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর’র ঢাকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রফেসর মোহাম্মদ ইউসুফ, খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রফেসর টি এম জাকির হোসেন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর খুরশিদ আলমসহ অন্যান্যরা। অনুষ্ঠানের সার্বিক তত্ববধানে ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক মোজাফফর হোসেন পলাশ, পরিচালনা করেন এ কে এম ফয়সানুল কবির। কর্মশালায় জেলার ৬ টি উপজেলার ১৪৩ টি প্রতিষ্ঠান প্রধানগণ ও ২০ জন কর্মকর্তা অংশ নেন।