শিরোনাম :
Logo শেরপুরে নিখোঁজের তিন দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার Logo হিটের প্রকল্প মূল্যায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান Logo পলাশবাড়ী কালীবাড়ী বাজারে অবৈধ দখল উচ্ছেদ Logo পলাশবাড়ীতে ইউপি সদস্যের  হাত পা ভেঙ্গে দিয়েছে একদল দুর্বৃত্তরা  Logo ঝালকাঠির নবগ্রাম কৃষি ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে সরেজমিনে ডিজিএম Logo সামাজিক মাধ্যমে অপপ্রচারে জর্জরিত দেশের শিল্পাঙ্গন বিনোদন প্রতিবেদন Logo ইবি কারাতে ক্লাবের নেতৃত্বে নোমান-সাদিয়া Logo গৌরবের অষ্টম বর্ষে আলোর দিশার পদার্পণে থাকছে নানা আয়োজন Logo শিক্ষার্থীদের রিটেক সমস্যা সমাধানে গাফিলতির অভিযোগ যবিপ্রবি প্রশাসনের বিরুদ্ধে  Logo নতুন ভবনেই বদলে যাবে সফিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র”

জনমতের প্রতিফলন না ঘটলে রাজপথে নামবে বিএনপি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:১২:১২ অপরাহ্ণ, বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭
  • ৭৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নতুন নির্বাচন কমিশন গঠনে জনমতের প্রতিফলন না ঘটলে বিএনপি ফের রাজপথে নামবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপি এখন রাষ্ট্রপতির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বলে জানান দলটির এই নীতি নির্ধারক।
গতকাল মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।

‘বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী’ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, সার্চ কমিটি গঠনের পরই দেখা যাবে রাষ্ট্রপতি কার কথামতো কাজ করেছেন। উনি জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন না ঘটিয়ে যদি আওয়ামী লীগের মতের প্রতিফলন ঘটান, তাহলে জনগণ  আবার রাজপথে নামবে।

গণতান্ত্রিক পন্থায় জনগণের অধিকার আদায় না হলে ভিন্ন কৌশলে বিএনপির রাস্তায় নামবে বলেও জানান খন্দকার মোশাররফ।
তিনি বলেন, ‘সরকারের বিরুদ্ধে আন্দোলন নিয়ে আপনারা আমাদের ভুল বুঝবেন না। বিএনপি গণতান্ত্রিক দল। তবে গণতান্ত্রিকভাবে সমাধান না হলে জনগণের দাবি আদায়ের জন্য আমাদের কৌশল ভিন্ন হতে পারে। আমরা থেমে থাকবো না।’

নারায়ণগঞ্জের ৭ খুনের মামলার রায় প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, এ রায় দিয়ে তারা (সরকার) দেশের মানুষকে বুঝিয়েছে দেশে আইনের শাসন আছে, আসলে  আইনের শাসন নেই। নারায়ণগঞ্জের ঘটনা এমন আকার ধারণ করেছিল যে, সরকার ঘটনাটি ধামাচাপা দিতে পারেনি। তাই এমন রায় দিয়েছে।

আয়োজক সংগঠনের নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, ড্যাব নেতা প্রফেসর ডা. আব্দুর মান্নান মিয়া, ডা. মো. আতিকুর রহমান, এস এম রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেরপুরে নিখোঁজের তিন দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার

জনমতের প্রতিফলন না ঘটলে রাজপথে নামবে বিএনপি !

আপডেট সময় : ০৫:১২:১২ অপরাহ্ণ, বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

নতুন নির্বাচন কমিশন গঠনে জনমতের প্রতিফলন না ঘটলে বিএনপি ফের রাজপথে নামবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপি এখন রাষ্ট্রপতির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বলে জানান দলটির এই নীতি নির্ধারক।
গতকাল মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।

‘বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী’ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, সার্চ কমিটি গঠনের পরই দেখা যাবে রাষ্ট্রপতি কার কথামতো কাজ করেছেন। উনি জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন না ঘটিয়ে যদি আওয়ামী লীগের মতের প্রতিফলন ঘটান, তাহলে জনগণ  আবার রাজপথে নামবে।

গণতান্ত্রিক পন্থায় জনগণের অধিকার আদায় না হলে ভিন্ন কৌশলে বিএনপির রাস্তায় নামবে বলেও জানান খন্দকার মোশাররফ।
তিনি বলেন, ‘সরকারের বিরুদ্ধে আন্দোলন নিয়ে আপনারা আমাদের ভুল বুঝবেন না। বিএনপি গণতান্ত্রিক দল। তবে গণতান্ত্রিকভাবে সমাধান না হলে জনগণের দাবি আদায়ের জন্য আমাদের কৌশল ভিন্ন হতে পারে। আমরা থেমে থাকবো না।’

নারায়ণগঞ্জের ৭ খুনের মামলার রায় প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, এ রায় দিয়ে তারা (সরকার) দেশের মানুষকে বুঝিয়েছে দেশে আইনের শাসন আছে, আসলে  আইনের শাসন নেই। নারায়ণগঞ্জের ঘটনা এমন আকার ধারণ করেছিল যে, সরকার ঘটনাটি ধামাচাপা দিতে পারেনি। তাই এমন রায় দিয়েছে।

আয়োজক সংগঠনের নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, ড্যাব নেতা প্রফেসর ডা. আব্দুর মান্নান মিয়া, ডা. মো. আতিকুর রহমান, এস এম রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন।