লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভূক্ত বাংলাদেশ সড়ক ও জনপদ শ্রমিক কর্মচারী ইউনিয়নের ৭ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকালে সড়ক ও জনপদ কার্যালয়ের সামনে দুই ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করে তারা।
শ্রমিক কর্মচারী ইউনিয়নের জেলা সভাপতি নুরল আমিনের নেতৃত্বে মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মনোয়ারুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক আমানত উল্যাহ, সাংগঠনিক সম্পাদক সালেহ আহম্মদ, শ্রমিক ইউনিয়ন নেতা খোরশেদ আলম, রুহল আমিন প্রমুখ।
এসময় ৭০৫৯ জন ওয়ার্কচার্জ কর্মচারীর চাকুরী নিয়মিত করণসহ ৭দফা দাবী বাস্তবায়নে বক্তব্য রাখেন, শ্রমিক নেতারা।
মঙ্গলবার
১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ