ঝিনাইদহ প্রতিনিধিঃ উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহ কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. আজিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য ও জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাচ আলী, প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সম্পাদক ফয়সাল আহমেদ। এছাড়াও ম্যানেজিং কমিটির সকল সদস্য, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক ইষিতা ইসলাম ও সাইফুর রহমান শাওন।
শনিবার
১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ