ঝিনাইদহ প্রতিনিধিঃ জলবায়ু অর্থায়নে সমতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, জনঅংশগ্রহণ ও শুদ্ধাচার নিশ্চিতের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে সনেতন নাগরিক কমিটি (সনাক)। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচী দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, সনাক জেলা শাখার সভাপতি আবু তাহের, সদস্য এম সাইফুল মাবুদ, এন এম শাহজালাল, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, উন্নয়ন ধারার সমন্বয়কারী হায়দার আলী প্রমুখ। আগামী ৬ থেকে ১৭ নভেম্বর জার্মানির বন শহরে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি)র আয়োজনে ২৩ তম জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে জলবায়ু তহবিল প্রদাণ, অভিগম্যতা, তার ব্যবহার ও তদারকিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি জানান বক্তারা।