নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ‘তিক্ষè দৃষ্টি, সুন্দর জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাক ভিশন সেন্টারের আয়োজনে ময়মনসিংহ – কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে বর্ণাঢ্য র্যালী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনুপম ভট্টচার্যে’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোঃ রফিক উদ্দিন ভূইয়া, ব্র্যাক ভিশনের কর্মকর্তা মোঃ হারুন অর রশীদ, শাখা ব্যবস্থাপক আব্দুর রশিদ, নারায়ণ চন্দ্র সরকার, হাবিবুর রহমান প্রমুখ। রাবেয়া আক্তার নিশীর উপস্থাপনায় কর্মসূচীর মূল প্রবন্ধ পাঠ করেন ব্র্যাক ভিশন স্বাস্থ্য কর্মসুচীর এলাকা ব্যবস্থাপক গোলাম রায়হান। এসময় ব্র্যাক ভিশন সেন্টারের নান্দাইল উপজেলার কর্মী সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছবি সংযুক্ত
























































