মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক এ্যাড. মিয়াজান আলী সদর উপজেলার বুড়িপুতা ইউনিয়নের গোভীপুর গ্রামের স্থানীয় নেতা কর্মিদের সাথে নিয়ে গণসংযোগ করেছেন। গতকাল বিকালে এ্যাড. মিয়াজান আলী গোভীপুর গ্রামের স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীদের নিয়ে মত বিনিময় এবং গণসংযোগ কালে সাধারন মানুষের সাথে কুশল বিনিময় করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান, ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মখবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাহিন, আওয়ামীলীগ নেতা ইনু হোসেন, নাড়ু, মখছু, আলী হোসেন, নাহিদ বিশ্বাস, মাসুম পারভেজ, স্বেচ্ছাবেকলীগ নেতা আরিফ, কৃষক নেতা- জহিরুল ইসলাম এবং জেলা বঙ্গবন্ধু ছাত্রযুব প্রজন্মলীগের সভাপতি সেলিম রেজা (দোস্ত)সহ স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মীরা।
























































