ঝিনাইদহ প্রতিনিধিঃ উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি একাডেমীক ভবনের সামনে থেকে শুরু হয়ে কলেজের বিভিন্ন স্থান ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধণ ঘোষণা করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের এক্স ক্যাডেট এ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ নৌ পুলিশের ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হোসেন। এছাড়াও ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান, কলেজ অধ্যক্ষ কর্ণেল সাদীকুল বারীসহ কলেজের শিক্ষক, অভিভাবক, সুধিজন, কলেজের বর্তমান ও সাবেক ক্যাডেটরা উপস্থিত ছিলেন। এরপর কলেজের হল রুমে অতিথিরা ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। এসময় অতিথিরা ঝিনাইদহ ক্যাডেট কলেজের আরো সমৃদ্ধি কামনা করেন। এছাড়াও দিনব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার
১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ