মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে ৫৮তম ড্রাইভিং লাইসেন্সের লিখিত, মৌখিক ও মাঠ পর্যায়ের পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল দিন ব্যাপী পরীক্ষায় অংশ নেয় শতাধিক মোটর সাইকেল চালক। বিআরটিএ মেহেরপুর অফিসের উদ্যোগে বেলা সাড়ে ১০ টার দিকে সরকারী উচ্চ বালক বিদ্যালয়ে লিখিত পরীক্ষা শেষে দুপুরে পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহন করা হয় জেলা প্রশাসকের কার্যালয়ে, বিকেলে জেলা স্টেডিয়াম খেলার মাঠে ঝিকজ্যাক পদ্ধতিতে মোটর সাইকেল চালিয়ে পরীক্ষা নেওয়া হয় এসময় অনেক পরীক্ষার্থী অকৃতকার্য হয়। এসময় উপস্থিতি ছিলেন, বিআরটিএ চুয়াডাঙ্গা -মেহেরপুর সার্কেল মোটরযান পরিদর্শক এস এম সবুজ, ট্রাফিক ইনচার্জ (টিআই)ইসমাইল হোসেন, ট্রাফিফ পুলিশ কামাল হোসেন, বিআরটিএ এর সিল ম্যাকানিক আবুল হাসান মিঠু।
বিআরটিএ চুয়াডাঙ্গা-মেহেরপুর সার্কেল মোটরযান পরিদর্শক এস এম সবুজ জানান পরীক্ষা শেষ হয়ে গেছে পরীক্ষায় কৃতকার্যদের তালিকা মেহেরপুর বিআরটিএ অফিসে নোটিশ বোর্ডে দেওয়া হবে।