বিপ্লব নাথ (চট্টগ্রাম): বাংলাদেশে আশ্রয়নেয়া শরনার্থীদের ত্রাণবিতরণ ধারাবাহিকতায় ঘুনধুমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে যে পাঁচটি প্রস্তাব তুলেছেন ইতিমধ্যে তার পক্ষে অবস্থান নিয়েছে সারা বিশ্ব। রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমার সরকারও নড়েচড়ে বসতে শুরু করেছে। খোলামেলা আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে। সোমবার উখিয়ার পার্শ্ববর্তী ঘুমধুম ইউনিয়নের তুমুব্র সীমান্তের জিরো পয়েন্টে অবস্থানরত এক হাজার রোহিঙ্গার মাঝে ত্রাণ বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন দেশ এগিয়ে আসছে, রোহিঙ্গাদের অস্থায়ী পুনর্বাসনের চেষ্টা চলছে। শিগগিরই এ ব্যাপারে ব্যবস্থা হবে।
মন্ত্রী আরো বলেন, আমি প্রধানমন্ত্রীর নির্দেশে তুমব্রু জিরো পয়েন্টে অবস্থান নেওয়া রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করতে এসেছি। রোহিঙ্গা সংকট, সমস্যার স্থায়ী সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে যে পাঁচটি প্রস্তাব তুলে ধরেছেন তার পক্ষে ইতিমধ্যে সারা বিশ্ব অবস্থান নিয়েছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমার সরকার নড়েচড়ে বসতে শুরু করেছে। তবে কাপড়ের ভেতর ঢিল না ছুড়ে খোলামেলা আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধান করতে হবে।
রাখাইনে সংঘাত শুরু হলে ২৫ আগস্ট থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে। ইতিমধ্যে প্রায় সাড়ে চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করলেও কিছু কিছু রোহিঙ্গা এখনও জিরো পয়েন্টে অবস্থান নিয়ে আছে।
রোহিঙ্গারা বাংলাদেশে চলে আসার পর সীমান্তে নিরাপত্তা জোরদার করে মিয়ানমার বাহিনী। বেড়া মেরামতের জন্য সম্প্রতি ১ কোটি ৪৭ লাখ ডলার বা প্রায় ১২০ কোটি টাকা বরাদ্দ করেছে মিয়ানমার সরকার। এ ছাড়া মিয়ানমারের হেলিকপ্টার কয়েকবার বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে উসকানি দেয়।