“দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই আমি কাজ করব” : কচুয়ায় যুবদলের কর্মী সমাবেশে-মোশারফ হোসেন
চাঁদপুরের কচুয়া উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগষ্ট) বিকাল ৩টায় কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ সমাবেশে বিপুল সংখ্যক নেতা–কর্মীর অংশগ্রহণে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোঃ মোশারফ হোসেন। তিনি বলেন, “বিএনপি নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে—এ প্রত্যাশা করছি। সমাজ থেকে মাদক, দুর্নীতি ও অনিয়ম দূর করতে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আজকের এই সমাবেশ প্রমাণ করেছে—কচুয়ার প্রতিটি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন—দলের দুঃসময়ে যারা ছিলেন তাদেরকেই মনোনয়ন প্রদানে অগ্রাধিকার দেওয়া হবে। “দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই আমি কাজ করব”—বলেন মোশারফ হোসেন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির প্রধান। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ এবং সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।
উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন মজুমদার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন।
সমাবেশকে কেন্দ্র করে কচুয়া সরকারি কলেজ মাঠ ও আশপাশের সড়কগুলো ভরে ওঠে ব্যানার-ফেস্টুনে। প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। মাঠজুড়ে নেতাকর্মীদের স্লোগান, বাদ্যযন্ত্রের তালে তালে উচ্ছ্বাস এবং ফুলেল শুভেচ্ছায় ভরে ওঠে পরিবেশ।
এতে আরও উপস্থিত ছিলেন—চাঁদপুর জেলা বিএনপির সদস্য মোস্তাক আহমেদ ও শাহজান মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান পাঠান, সদস্য সচিব মনজুর আহমেদ সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মকবুল মিয়াজী, পৌর বিএনপির আহ্বায়ক হাবিব উল্লাহ হাবিব,উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল প্রধান, সাধারন সম্পাদক গাজী রশিদসহ উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী।
সমাবেশের মাধ্যমে দীর্ঘদিন পর কচুয়ায় যুবদলের এমন প্রাণবন্ত সমাবেশ স্থানীয় রাজনীতিতে নতুন বার্তা দিয়েছে। যেখানে তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তাদের স্লোগানে প্রতিফলিত হয়েছে পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং দলকে সুসংগঠিত করার অঙ্গীকার।এ সমাবেশ শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং কচুয়ার রাজনৈতিক মাটিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর শক্তি প্রদর্শনেরও এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইলো।