বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :
সারা দেশের ন্যায় হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।
এ উপলক্ষে ১৬ আগস্ট শনিবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহার নেতৃত্বে পলাশবাড়ী কেন্দ্রীয় কালি মন্দির হতে একটি বার্ণঢ্য র্যালী বের হয়ে পৌর শহরের মূল সড়ক গুলো প্রদক্ষিণ করে, কেন্দ্রীয় কালি মন্দিরে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে বক্তব্য রাখেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী,পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, পুজা উদযাপন পরিষদের নেতা রাজীব চন্দ্র সাহা, শ্যামল চন্দ্র সাহা,নির্মল সাহা, বিদুষ চন্দ্র রায়,সুবীর কুমার পালসহ অন্যান্যরা।