ইবিতে বিএনসিসি ক্যাডেটদের পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিতঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সেনা শাখার (পুরুষ ও মহিলা) দুই প্লাটুনের ক্যাডেটদের অংশগ্রহণে পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুর ২টায় শুরু হওয়া এই পরীক্ষায় দুই প্লাটুন মিলে অর্ধশতাধিক ক্যাডেট অংশগ্রহণ করেন। পরীক্ষাটি লিখিত ও ড্রিল—এই দুই ধাপে সম্পন্ন হয়।
প্রথমে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-কলাভবনের তৃতীয় তলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর বিএনসিসির সামরিক প্রশিক্ষক সার্জেন্ট রফিকুল ইসলামের পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত গ্রাউন্ডে ড্রিল পরীক্ষা নেওয়া হয়।
পরীক্ষা কার্যক্রম তত্ত্বাবধান করেন ইসলামী বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের প্রধান সমন্বয়কারী প্রফেসর ড. মো: আব্দুল বারী। এছাড়াও উপস্থিত ছিলেন সামরিক প্রশিক্ষক সার্জেন্ট রফিকুল ইসলাম এবং বিএনসিসির অন্যান্য কর্মকর্তা।
প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC)-এর সুন্দরবন রেজিমেন্টের ২৪ ব্যাটালিয়নের অধীনস্থ ডেল্টা কোম্পানির একটি চৌকস প্লাটুন। এ প্লাটুনের রয়েছে একটি গৌরবময় ও সমৃদ্ধ ইতিহাস। বিভিন্ন জাতীয় ও আন্তঃপ্লাটুন ক্যাম্প, প্রশিক্ষণ, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখানকার চৌকস ও সুশৃঙ্খল ক্যাডেটরা ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। তাঁদের নিষ্ঠা, শৃঙ্খলা এবং দেশপ্রেমের প্রতিফলন প্লাটুনের মর্যাদা ও সুনাম বহুগুণে বৃদ্ধি করেছে।