ইকসু বাস্তবায়নের দাবিতে ‘মুভমেন্ট ফর ইকসু’ প্লাটফর্ম গঠন
ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) বাস্তবায়নের দাবিতে নতুন প্লাটফর্ম— ‘মুভমেন্ট ফর ইকসু’ গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (২৩ আগস্ট) সকাল ১১ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের গ্রাউন্ড ফ্লোরে সাধারণ শিক্ষার্থী, ক্রিয়াশীল ছাত্রসংগঠন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে এক আলোচনার মাধ্যমে প্লাটফর্মটির নাম নির্ধারণ করা হয়।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন,
“ইকসু আমাদের প্রাণের দাবি। সেই দাবিকে বাস্তবে রূপ দিতে ‘মুভমেন্ট ফর ইকসু’ নামে একটি প্লাটফর্ম গঠন করা হয়েছে। এতে ক্রিয়াশীল ছাত্রসংগঠন, সামাজিক, স্বেচ্ছাসেবী, সাংবাদিক, পূজা উদযাপন কমিটি, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিটি বিভাগ থেকে প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আংশিক কমিটি ইতোমধ্যে গঠন করা হয়েছে এবং ইকসু বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই প্লাটফর্ম ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবে।”
প্লাটফর্মটি ইকসু বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম হাতে নিচ্ছে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি এবং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানান সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, কেন্দ্রীয় ছাত্র সংসদ হলো একটি শিক্ষার্থী নেতৃত্বাধীন সংগঠন, যা শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে ঐক্য গঠন করা, তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং শিক্ষাগত পরিবেশকে আরও উন্নত করা।
কেন্দ্রীয় ছাত্র সংসদ শিক্ষার্থীদের সমস্যা ও দাবি প্রশাসনের কাছে পৌঁছে দেয় এবং তাদের সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা পালন করে। পাশাপাশি, এটি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব গুণাবলী, দায়িত্বশীলতা ও দলগত কাজের দক্ষতা বৃদ্ধি করে।
বর্তমান শিক্ষাব্যবস্থায় যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি, সেখানে কেন্দ্রীয় ছাত্র সংসদ একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে তাদের স্বার্থ রক্ষায়। এজন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইকসু গঠন করতে আগ্রহী, যাতে তারা একত্রিত হয়ে নিজেদের অধিকারের সুরক্ষা ও উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।