মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক এ্যাড. মিয়াজান আলী মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে গন সংযোগ করেছেন। গতকাল শুক্রবার বিকালে এ্যাড. মিয়াজান আলী উপজেলার বাগোয়ান ইউনিয়নের নাজিরাকোনা গ্রামসহ বিভিন্ন এলাকার স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীদের নিয়ে মত বিনিময় এবং গণসংযোগ কালে সাধারন মানুষের সাথে কুশল বিনিময় করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি টনিক বিশ্বাস, বাগোয়ান ইউনিয়ান আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আহসান মোল্লাা, জেলা কৃষকলীগ সাবেক সহ সভাপতি জহুরুল ইসলাম, ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু ছাত্র যুব প্রজন্মলীগের সভাপতি সেলিম রেজা (দোস্ত), আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ্যাড. মিয়াজান আলী বলেন ,দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য, শিক্ষা ও উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকার দক্ষিণ এশিয়ার রোল মডেল । উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনাকে সময় দিতে হবে। তবেই দেশের আর্থ সামজিক ও বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতিক’কে জয়যুক্ত করা ও জননেত্রী শেখ হাসিনার হাত’কে শক্তিশালী করার লক্ষে, এখন থেকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার
২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ