ভিডিও চ্যাটে নতুন ফিচার আনতে চলেছে ফেইসবুক !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৬:৫৮ পূর্বাহ্ণ, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নতুন পালক জুড়তে চলেছে ফেইসবুকের মাথায়। আগামী বছরের মধ্যে ফেইসবুক ভিডিও চ্যাটের মাধ্যমে চেনা যাবে সেই মানুষটিকে, যার সঙ্গে চ্যাট করছেন আপনি।
আমাজন ইকো শো-র মতোই এই চ্যাটের জন্য থাকবে ক্যামেরা, টাচস্ক্রিন সুবিধা ও স্পিকার।

তবে ফেইসবুকের এই নতুন ফিচারের আগমন, ভয় ধরাচ্ছে ফেইসবুক ব্যবহারকারীদের মনে। তাদের আশঙ্কা এই মুখ পরিচিতির মাধ্যমে তাদের উপর নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। আগামি বছরের মে মাসের মধ্যেই এই নতুন ফিচার বাজারে আসবে বলে জানিয়েছে ফেইসবুক।

আলোহা নামের এই প্রজেক্টটি এখনই যথেষ্ট প্রচার পেয়েছে। তবে ব্যবহারকারীদের কাছে আসার আগে, এর নাম পরিবর্তন করা হবে বলে সূত্রের খবর। মূলত বয়স্ক ব্যক্তিদের কথা মাথায় রেখেই এই ফিচার আনতে চলেছে ফেইসবুক। বয়স্ক ব্যক্তিরা যাতে তারা দূরে থাকা নিজের পরিবারের সঙ্গে কথা বলতে পারেন, তাদের দেখতে পারেন তার জন্যই এই সুবিধা।

এর আগে, ফেসবুক মেসেঞ্জারে গ্রুপ ভিডিও চ্যাটিং-এর সুবিধা নিয়ে আসা হয়। তার আগে, ফেস-টু-ফেস চ্যাটিং থাকলেও গ্রুপ ভিডিও চ্যাটিং ফিচার ছিল না মেসেঞ্জারে। এর মাধ্যমে একবারে ৫০ জনের সঙ্গে ভিডিও চ্যাট করতে পারবেন ইউজার। এর মধ্যে ৬ জন ইউজারকে আলাদা স্ক্রিনে দেখা যায়। বাকিরা এক এক করে তাদের সঙ্গে অ্যাড হতে পারবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভিডিও চ্যাটে নতুন ফিচার আনতে চলেছে ফেইসবুক !

আপডেট সময় : ১১:৫৬:৫৮ পূর্বাহ্ণ, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

নতুন পালক জুড়তে চলেছে ফেইসবুকের মাথায়। আগামী বছরের মধ্যে ফেইসবুক ভিডিও চ্যাটের মাধ্যমে চেনা যাবে সেই মানুষটিকে, যার সঙ্গে চ্যাট করছেন আপনি।
আমাজন ইকো শো-র মতোই এই চ্যাটের জন্য থাকবে ক্যামেরা, টাচস্ক্রিন সুবিধা ও স্পিকার।

তবে ফেইসবুকের এই নতুন ফিচারের আগমন, ভয় ধরাচ্ছে ফেইসবুক ব্যবহারকারীদের মনে। তাদের আশঙ্কা এই মুখ পরিচিতির মাধ্যমে তাদের উপর নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। আগামি বছরের মে মাসের মধ্যেই এই নতুন ফিচার বাজারে আসবে বলে জানিয়েছে ফেইসবুক।

আলোহা নামের এই প্রজেক্টটি এখনই যথেষ্ট প্রচার পেয়েছে। তবে ব্যবহারকারীদের কাছে আসার আগে, এর নাম পরিবর্তন করা হবে বলে সূত্রের খবর। মূলত বয়স্ক ব্যক্তিদের কথা মাথায় রেখেই এই ফিচার আনতে চলেছে ফেইসবুক। বয়স্ক ব্যক্তিরা যাতে তারা দূরে থাকা নিজের পরিবারের সঙ্গে কথা বলতে পারেন, তাদের দেখতে পারেন তার জন্যই এই সুবিধা।

এর আগে, ফেসবুক মেসেঞ্জারে গ্রুপ ভিডিও চ্যাটিং-এর সুবিধা নিয়ে আসা হয়। তার আগে, ফেস-টু-ফেস চ্যাটিং থাকলেও গ্রুপ ভিডিও চ্যাটিং ফিচার ছিল না মেসেঞ্জারে। এর মাধ্যমে একবারে ৫০ জনের সঙ্গে ভিডিও চ্যাট করতে পারবেন ইউজার। এর মধ্যে ৬ জন ইউজারকে আলাদা স্ক্রিনে দেখা যায়। বাকিরা এক এক করে তাদের সঙ্গে অ্যাড হতে পারবেন।