এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি দিনাজপুরে ভয়াল বন্যায় ক্ষতিগ্রস্থদের আর্থিক অনুদান বিতরন করেন।
বুধবার দিনাজপুর আইনজীবী সমিতি প্রাঙ্গনে বন্যার্তদের আর্থিক অনুদান অনুষ্ঠানে প্রধান অতিথি সুপ্রীম কোর্টের সাবেক ডেপুটি এটর্নী জেনারেল ও আপিল বিভাগের আইনজীবি এ.এইচ.এম মুশফিকুর রহমান তুহিন বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাড়ানোর আহবান জানিয়ে বলেন, এবারের বন্যা মানুষকে নিঃশেষ করে দিয়ে গেছে। এতে হতাশ হবার কিছু নেই। সম্মিলিত ভাবে বন্যার্তদের পুর্নবাসন ও সমস্যা নিরসনে এগিয়ে আসতে হবে। এসময় দিনাজপুর আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এমাম আলী, সুপ্রীম কোর্টের এ.এ.জি এ্যাড. আসাদুজ্জামান, এ্যাড মজিবর রহমান, এ্যাড. রেখা মনিসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে শতাধিক বন্যার্তদের মাঝে নগদ ৫’শ টাকা করে দেয়া হয়। এদিকে বাংলাদেশ সুপ্রীম কোট উত্তরবঙ্গ আইনজীবি ফোরামের ত্রাণ কমিটির আহবায়ক সাবেক ডেপুটি এটর্নী জেনারেল এ্যাড. এ.এইচ.এম মুশফিকুর রহমান তুহিন সাংবাদিকদের জানান, গত ১৩ সেপ্টেম্বর’১৭ উত্তরবঙ্গ আইনজীবী ফোরাম দেড় শতাধিক বন্যার্তদের মাঝে ৫’শ টাকা করে অনুদান প্রদান করেন। তিনি বলেন, মানুষের যে কোন সংকটময় মুহূর্তে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি সাহায্যে এগিয়ে আসবে।
মঙ্গলবার
২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ