নিউজ ডেস্ক:
আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, “জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দাতা বেগম খালেদা জিয়া ও বিএনপি জামায়াত জোট। আজ ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে তরুণ সমাজকে বিপদগামী করা হচ্ছে। “গত শুক্রবার সকালে উত্তরা ৭ নম্বর সেক্টরের লেক ড্রাইভ রোডে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত ‘জঙ্গি ও সন্ত্রাসীদের অপতৎপরতা রোধে সচেতন আলেম সমাজের করণীয় কি?’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় তিনি আরও বলেন, “দেশে জঙ্গি হামলার ঘটনায় সেসব জঙ্গী মারা গেছে তাদের বাবা-মা, আত্মীয়-স্বজনরাও লাশ দেখতে যায়নি। এতে বুঝা যায় জঙ্গীদেরকে মানুষ কি পরিমাণ ঘৃণা করে। কিন্তু বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলামসহ বিএনপির নেতারা জঙ্গিদের ব্যাপারে যেভাবে মায়া কান্না করে এতেই বুঝা য়ায় জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দাতা বেগম খালেদা জিয়া। ৫ই জানুয়ারি যেদিন দেশের গণতন্ত্র রক্ষা পেয়েছে, গণতন্ত্রের বিজয় হয়েছে সেদিন তারা (বিএনপি) কালো দিবস পালন করেছে। ”
বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মাওলানা মুফতী তাজুল ইসলাম ফারুকী, আলহাজ্ব মো. শাহীন খান, মুফতী হারিসুল হক হোসাইনী, মাওলানা জয়নুল আবেদিন, মুফতী কামাল উদ্দিন জাহানপুরী, মাওলানা নুরুল ইসলাম, এমদাদুল হক বকশী প্রমুখ।