মেহেরপুর সংবাদদাতা, মেহেরপুর ॥ জেন্ডার এ্যাকশন প্ল্যান বাস্তবায়নে দরিদ্র ও অসহায় নারীদের আত্ম-কর্মসংস্থানের লক্ষে মেহেরপুর পৌরসভা কর্তৃক সফল প্রশিক্ষন শেষে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে পৌরসভার হলরুমে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষন প্রাপ্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর রহমান।
পৌরসভার সচিব তৌফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজীব, প্রশিক্ষন প্রাপ্ত ফারহানা আক্তার বন্যা প্রমূখ। এসময় সেখানে ওয়ার্ড কাউন্সিলর মীর জাহাঙ্গীর, সৈয়দ আবু আব্দুল্লাহ বাপ্পী, শাকিল রাব্বি, সোহেল রানা ডলার, মহিলা কাউন্সিলর আলপনা খাতুন, শিউলী আক্তার, হামিদা খাতুন, বস্তি উন্নয়ন কর্মকর্তা খন্দকার জাহিদুল হক, প্রশিক্ষক ফেরদৌস আরা ছন্দাসহ পৌর কর্মকর্তা ও প্রশিক্ষন প্রাপ্ত মহিলারা উপস্থিত ছিলেন।
আত্ম-কর্মসংস্থানের লক্ষে ২৭ জন মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।