শিরোনাম :
Logo শেরপুরে নিখোঁজের তিন দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার Logo হিটের প্রকল্প মূল্যায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান Logo পলাশবাড়ী কালীবাড়ী বাজারে অবৈধ দখল উচ্ছেদ Logo পলাশবাড়ীতে ইউপি সদস্যের  হাত পা ভেঙ্গে দিয়েছে একদল দুর্বৃত্তরা  Logo ঝালকাঠির নবগ্রাম কৃষি ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে সরেজমিনে ডিজিএম Logo সামাজিক মাধ্যমে অপপ্রচারে জর্জরিত দেশের শিল্পাঙ্গন বিনোদন প্রতিবেদন Logo ইবি কারাতে ক্লাবের নেতৃত্বে নোমান-সাদিয়া Logo গৌরবের অষ্টম বর্ষে আলোর দিশার পদার্পণে থাকছে নানা আয়োজন Logo শিক্ষার্থীদের রিটেক সমস্যা সমাধানে গাফিলতির অভিযোগ যবিপ্রবি প্রশাসনের বিরুদ্ধে  Logo নতুন ভবনেই বদলে যাবে সফিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র”

মেহেরপুর পৌর এলাকায় পশু কোরবানীর জন্য ২৮টি স্থান নির্ধারন

  • Nil Kontho
  • আপডেট সময় : ১০:০৮:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭
  • ৭৪১ বার পড়া হয়েছে

মেহেরপুর প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আযহায় মেহেরপুর পৌর এলাকায় পশু কোরবানীর জন্য ২৮টি স্থান নির্ধারন করে দিয়েছে পৌর কতৃপক্ষ। প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়ন ও জন সাধারনের সুবিধার্থে এবং দ্রুত বজ্য অপসারনের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। কোরবানী সমাপ্ত হবার ২৪ ঘন্টার মধ্যে নিরবিচ্ছিন্ন ভাবে কোরবানীর সকল বজ্য অপসারন করা হবে বলেও জানান তিনি। পৌর সভার ৯টি ওয়ার্ডের জন্য নির্ধারিত ২৮টি স্থান হলো ঃ-১ নং ওয়ার্ডের জন্য পেয়াদা পাড়া পৌর মেয়রের বাস ভবনের পাশে, নতুন পাড়া বাটুল পালের জমি, ঘোস পাড়া শামীমের বাগান। ২ নং ওয়ার্ডের জন্য বোস পাড়া পেশকারের বাগান, বোস পাড়া ফুটবল মাঠ। ৩ নং ওয়ার্ডের জন্য বেড় পাড়া ঈদগাহ ময়দান। ৪ নং ওয়ার্ডের জন্য বকুলতলা নতুন পাড়া, কালাচাদপুর, শেখপাড়ার হামুখার বাগান, ফুল বাগান পাড়া,  কাথুলি রোড আলী হোসেনের বাগান,  মাঠ পাড়া আফতাব হোসেনের বাড়ির নিকট পৌর কলেজ সংলগ্ন। ৫ নং ওয়ার্ডে হটাৎ পাড়া জামে মসজিদের পাশে, দিঘির পাড়া আব্দুল হান্নান খানের বাগান, দিঘির পাড়া মৃত বারী মাস্টারের বাগান,ক্যাশব পাড়া জুলু বিশ্বাসের বাগান। ৬ নং ওয়ার্ড এর জন্য মন্ডল পাড়া ক্যাপসুল মাঠ, বড় বাজার পুরাতন হাসপাতাল চত্বর, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চ বালক বিধ্যালয় মাঠ। ৭ নং ওয়ার্ডের জন্য মিয়া পাড়া, কাজী নজরুল ইসলাম মাঠ। ৮ নং ওয়ার্ডের জন্য বাসস্ট্যাান্ড পাড়া ( বিরিয়ার বেড়), স্টেডিয়াম পাড়া গোলাম রহমানের বাড়ির পাশে, ট্রাস্ট মসজিদের পাশে। ৯ নং ওয়ার্ডের জন্য পৌর পশু হাটের পাশে, কিবরিয়া মিয়ার বাগান, দারুল উলুম আহমদিয়া মাদ্রাসার বাগান পশু কোরবানীর জন্য নির্ধারন করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেরপুরে নিখোঁজের তিন দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার

মেহেরপুর পৌর এলাকায় পশু কোরবানীর জন্য ২৮টি স্থান নির্ধারন

আপডেট সময় : ১০:০৮:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭

মেহেরপুর প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আযহায় মেহেরপুর পৌর এলাকায় পশু কোরবানীর জন্য ২৮টি স্থান নির্ধারন করে দিয়েছে পৌর কতৃপক্ষ। প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়ন ও জন সাধারনের সুবিধার্থে এবং দ্রুত বজ্য অপসারনের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। কোরবানী সমাপ্ত হবার ২৪ ঘন্টার মধ্যে নিরবিচ্ছিন্ন ভাবে কোরবানীর সকল বজ্য অপসারন করা হবে বলেও জানান তিনি। পৌর সভার ৯টি ওয়ার্ডের জন্য নির্ধারিত ২৮টি স্থান হলো ঃ-১ নং ওয়ার্ডের জন্য পেয়াদা পাড়া পৌর মেয়রের বাস ভবনের পাশে, নতুন পাড়া বাটুল পালের জমি, ঘোস পাড়া শামীমের বাগান। ২ নং ওয়ার্ডের জন্য বোস পাড়া পেশকারের বাগান, বোস পাড়া ফুটবল মাঠ। ৩ নং ওয়ার্ডের জন্য বেড় পাড়া ঈদগাহ ময়দান। ৪ নং ওয়ার্ডের জন্য বকুলতলা নতুন পাড়া, কালাচাদপুর, শেখপাড়ার হামুখার বাগান, ফুল বাগান পাড়া,  কাথুলি রোড আলী হোসেনের বাগান,  মাঠ পাড়া আফতাব হোসেনের বাড়ির নিকট পৌর কলেজ সংলগ্ন। ৫ নং ওয়ার্ডে হটাৎ পাড়া জামে মসজিদের পাশে, দিঘির পাড়া আব্দুল হান্নান খানের বাগান, দিঘির পাড়া মৃত বারী মাস্টারের বাগান,ক্যাশব পাড়া জুলু বিশ্বাসের বাগান। ৬ নং ওয়ার্ড এর জন্য মন্ডল পাড়া ক্যাপসুল মাঠ, বড় বাজার পুরাতন হাসপাতাল চত্বর, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চ বালক বিধ্যালয় মাঠ। ৭ নং ওয়ার্ডের জন্য মিয়া পাড়া, কাজী নজরুল ইসলাম মাঠ। ৮ নং ওয়ার্ডের জন্য বাসস্ট্যাান্ড পাড়া ( বিরিয়ার বেড়), স্টেডিয়াম পাড়া গোলাম রহমানের বাড়ির পাশে, ট্রাস্ট মসজিদের পাশে। ৯ নং ওয়ার্ডের জন্য পৌর পশু হাটের পাশে, কিবরিয়া মিয়ার বাগান, দারুল উলুম আহমদিয়া মাদ্রাসার বাগান পশু কোরবানীর জন্য নির্ধারন করা হয়েছে।