সোমবার | ২২ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগের আহ্বান জেলেনস্কির Logo নির্বাচনে আস্থার পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথবাহিনী: ইসি সানাউল্লাহ Logo রজব মাসের চাঁদ দেখা গেছে Logo কুমিল্লায় আইদি পরিবহন প্রবেশে প্রতিবন্ধকতা, চাঁদপুরে মানববন্ধন Logo মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চাঁদপুর-৩ আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী সাংবাদিক আহসান উল্লাহ Logo আগামী ২৭ ডিসেম্বর শনিবার চর্যাপদ সাহিত্য একাডেমির শীতকালীন গিটারসন্ধ্যা Logo তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ও শুভেচ্ছা মিছিল Logo সুদানের আবেই শান্তিরক্ষা মিশনের ড্রোন হামলায় শহীদ সেনা সদস্যের রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন পলাশবাড়ীতে Logo ৪৭৫ কোটি টাকা ‘জলে’: খনন শেষ হতেই ভরাট সাতক্ষীরার নদী-খাল ​জলাবদ্ধতা কাটেনি, উল্টো সেচ সংকটে কৃষক ও ঘেরমালিকরা ​ Logo খুবিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মাস্টার্স ও পিএইচডি ভর্তি শুরু

খুলনা বিভাগের ঐতিহ্যবাহী বাগআঁচড়া ৭মাইল পশুহাটে জমে উঠেছে কেনাবেচা

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:২৬:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭
  • ৭৫৪ বার পড়া হয়েছে

আবু বকর ছিদ্দিক শার্শা (যশোর) প্রতিনিধি।। আর কয়েকদিন পর ঈদুল আযহা। কোরবানি ঈদকে সামনে রেখে খুলনা বিভাগের সবচেয়ে বড় যশোর জেলার ঐতিহ্যবাহী শার্শা উপজেলার বাগআঁচড়া ৭মাইল পশুহাট জমে উঠেছে। খুলনা বিভাগের সবচেয়ে বড় পশু হাটে ক্রেতাদের ঢল নেমেছে। শার্শা উপজেলার বাগআঁচড়ায় বিশাল এলাকা নিয়ে এ পশু হাট। কোরবানী ঈদকে সামনে রেখে পশুর ব্যাপক সমাগম ঘটেছে এ হাটে। ক্রেতা- বিক্রেত দের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন এর পাশাপাশি হাট ইজারাদাররা তাদের নিজস্ব লোকজন নিয়ে বাড়তি নজরদারী রাখছেন। তবে এ বছর বড় গরুর চাহিদা মন্দা। ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে ছোট ও মাঝারি আকারের গরু। গতবারের চাইতে এবার গরুর দাম কিছুটা কম হলেও ছাগলের দাম একটু বেশি। ঈদ যতই এগিয়ে আসছে এ অঞ্চলের সবচেয়ে বড় এ পশুহাটে ততই বাড়ছে গরু- ছাগলের কেনাবেচা। সাধারণ ক্রেতাদের পাশাপাশি হটে ভিড় করছেন বিভিন্ন বিভাগ ও জেলা থেকে আসা পশু ব্যাপারি ও ক্রেতা- বিক্রেতারা। হাটে এবার ভারতীয় গরু কম থাকায় ভালো দাম পেয়ে খুশি স্থানীয় বিক্রতা ও খামারিরা। দাম সার্ধের মধ্যে থাকায় পছন্দ মতো গরু কিনতে পেরে সন্তোষ প্রকাশ করছেন ক্রেতারাও। সরেজমিনে হাটে গিয়ে দেখা গেছে কোরবানি দিতে ইচ্ছুক ক্রেতারা হাটের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে ফিরছেন তাদের পছন্দের গরু- ছাগল কেনার জন্য। অধিংশ ক্রেতারা বাড়ি ফিরছেন পছন্দমতো কোরবানির গরু কিনে। আবার কেউ কেউ অপেক্ষা করছে শেষ মুহূর্তের জন্য। হাটে আসা কয়েক জন ক্রেতা জানান, হাটে পছন্দের গরুর অভাব নেই। তারা তাদের সার্ধ্যরে মধ্যে ভালো ষাঁড় গরু কিনতে পারছেন। বাগআঁচড়া ৭মাইল পশু হাটের ইজারাদার জানান, হাটে ক্রেতাদের পছন্দসই গরু- ছাগল উঠেছে। এবং দাম ও সার্ধের মধ্যে রয়েছে তাই হাটের বেচা বিক্রি অনেকাংশে ভালো। তবে হাটে মাঝারি গরুর চাহিদা বেশি। গরু- ছাগল বেচা কেনার সময় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এছাড়াও অনেক দুর দুরান্ত থেকে যেসব গরু ব্যবসায়ীরা অসছেন তাদেরকে সর্বাত্তোম সহযোগীতা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগের আহ্বান জেলেনস্কির

খুলনা বিভাগের ঐতিহ্যবাহী বাগআঁচড়া ৭মাইল পশুহাটে জমে উঠেছে কেনাবেচা

আপডেট সময় : ০৭:২৬:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭

আবু বকর ছিদ্দিক শার্শা (যশোর) প্রতিনিধি।। আর কয়েকদিন পর ঈদুল আযহা। কোরবানি ঈদকে সামনে রেখে খুলনা বিভাগের সবচেয়ে বড় যশোর জেলার ঐতিহ্যবাহী শার্শা উপজেলার বাগআঁচড়া ৭মাইল পশুহাট জমে উঠেছে। খুলনা বিভাগের সবচেয়ে বড় পশু হাটে ক্রেতাদের ঢল নেমেছে। শার্শা উপজেলার বাগআঁচড়ায় বিশাল এলাকা নিয়ে এ পশু হাট। কোরবানী ঈদকে সামনে রেখে পশুর ব্যাপক সমাগম ঘটেছে এ হাটে। ক্রেতা- বিক্রেত দের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন এর পাশাপাশি হাট ইজারাদাররা তাদের নিজস্ব লোকজন নিয়ে বাড়তি নজরদারী রাখছেন। তবে এ বছর বড় গরুর চাহিদা মন্দা। ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে ছোট ও মাঝারি আকারের গরু। গতবারের চাইতে এবার গরুর দাম কিছুটা কম হলেও ছাগলের দাম একটু বেশি। ঈদ যতই এগিয়ে আসছে এ অঞ্চলের সবচেয়ে বড় এ পশুহাটে ততই বাড়ছে গরু- ছাগলের কেনাবেচা। সাধারণ ক্রেতাদের পাশাপাশি হটে ভিড় করছেন বিভিন্ন বিভাগ ও জেলা থেকে আসা পশু ব্যাপারি ও ক্রেতা- বিক্রেতারা। হাটে এবার ভারতীয় গরু কম থাকায় ভালো দাম পেয়ে খুশি স্থানীয় বিক্রতা ও খামারিরা। দাম সার্ধের মধ্যে থাকায় পছন্দ মতো গরু কিনতে পেরে সন্তোষ প্রকাশ করছেন ক্রেতারাও। সরেজমিনে হাটে গিয়ে দেখা গেছে কোরবানি দিতে ইচ্ছুক ক্রেতারা হাটের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে ফিরছেন তাদের পছন্দের গরু- ছাগল কেনার জন্য। অধিংশ ক্রেতারা বাড়ি ফিরছেন পছন্দমতো কোরবানির গরু কিনে। আবার কেউ কেউ অপেক্ষা করছে শেষ মুহূর্তের জন্য। হাটে আসা কয়েক জন ক্রেতা জানান, হাটে পছন্দের গরুর অভাব নেই। তারা তাদের সার্ধ্যরে মধ্যে ভালো ষাঁড় গরু কিনতে পারছেন। বাগআঁচড়া ৭মাইল পশু হাটের ইজারাদার জানান, হাটে ক্রেতাদের পছন্দসই গরু- ছাগল উঠেছে। এবং দাম ও সার্ধের মধ্যে রয়েছে তাই হাটের বেচা বিক্রি অনেকাংশে ভালো। তবে হাটে মাঝারি গরুর চাহিদা বেশি। গরু- ছাগল বেচা কেনার সময় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এছাড়াও অনেক দুর দুরান্ত থেকে যেসব গরু ব্যবসায়ীরা অসছেন তাদেরকে সর্বাত্তোম সহযোগীতা করা হচ্ছে।