ভ্রাম্যমান প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শনিবার ২৬ আগস্ট কেন্দুয়া উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতি সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মার সভাপতিত্বে অনুষ্টিত প্রতিযোগিতায় বিরোচিত মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান মিয়া প্রধান অতিথি, বিশিষ্ট সাংবাদিক প্রবীর সিকদার মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ মহিউদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ মোঃ বজলুর রহমান, সাবেক কমান্ডার মোঃ আব্দুল খালেক আকন্দ, সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক, বাংলাদেশ সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক বাবুল, প্রেসক্লাব নান্দাইলের সভাপতি এডভোকেট হাবিবুর রহমান ফকির, তাড়াইল প্রেসক্লাবের সভাপতি দেওয়ান ফারুক দাদ খান, নেত্রকোণা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক চন্দন চক্রবর্তী, মদন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোতাহার আলম চৌধুরী। বিচারক মন্ডলী ছিলেন কেন্দুয়া পৌর আওয়ামী লীগ সভাপতি মোঃ কামরুল হাসান ভ’ইঁয়া, সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, কেন্দুয়া যুবলীগের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান বিপুল, অধ্যাপক রনেন সরকার, কথা সাহিত্যিক হাবীব আল আজাদ, এডভোকেট আকম বজলুর রহমান তুলিপ। আমন্ত্রিত অতিথি হিসাবে নান্দাইল সাংবাদিক সমিতির সেক্রেটারী এবি সিদ্দিক খসরু, সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, প্রেসক্লাব নান্দাইলের সেক্রেটারী শামছ-ই-তাবরীজ রায়হান, সিনিয়র সাংবাদিক প্রভাষক অরবিন্দ পাল অখিল, মজুমদার প্রবাল, মোঃ রমজান আলী সহ কেন্দুয়া উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক/ছাত্রছাত্রীবৃন্দ যোগদান করেন। বেলা ১২ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলমান অনুষ্ঠানে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শীর্ষক বিষয়ে বক্তারা জ্ঞানগর্ব বক্তব্য উপস্থাপন করেন। পরে বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে পুরষ্কার বিতরন করা হয়। এছাড়া অনুষ্ঠানের বিশেষ অতিথি কেন্দ্রীয় সাংবাদিক নেতা মোঃ এনামুল হক বাবুল শিশু আরফান ভূইয়া নাবিল বঙ্গবন্ধুর ৭ই মার্চের সম্পূর্ণ ভাষন জাতির জনকের অনুকরনে উপস্থাপন করায় তাকে এক হাজার টাকা মূল্যের বই পুরষ্কার প্রদান করেন। অনুষ্ঠানে কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিক সহ সূধীজন উপস্থিত ছিলেন।
বুধবার
২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ