সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার এক্্েরল একাডেমির অর্থায়নে বন্যাদুর্গত ৪শত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরন করা হয়েছে।
শনিবার সকালে সিরাজগঞ্জের দুর্গম চর উত্তর কাউয়াকোলায় এই নগদ অর্থ বিতরন করা হয়। অর্থ বিতরন কার্যক্রমে সার্বিক সহযোগীতা করেন রেনেসাঁ ক্লাব, সিরাজগঞ্জ। এ সময় উপস্থিত ছিলেন বাসদ নেতা কমরেড নব কুমার কর্মকার, এক্সেল একাডেমির শিক্ষক সৈয়দ খালিদুল আরিফিন, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক রোমান আহমেদ, সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের সাধারন সম্পাদক সাংবাদিক দিলীপ গৌর , মাছরাঙ্গা টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি ক্রীড়া সংগঠক রিফাত রহমান, সময় টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি রিংকু কুন্ডু, ক্রীড়া সংগঠক খালিদ হৃদয়, ইফাত খন্দকার, ওয়ালিদ প্রত্যয়, শ্রমিক নেতা সাইফুল, অপু দে, অমৃত সেন, শাকিব, শুভ কানু। এক্সেল একাডেমির শিক্ষক সৈয়দ খালিদুল আরিফিন জানান বন্যাদুর্গত মানুষের বন্যা পরবর্তী পুর্নবাসনের জন্য এই অর্থ প্রদান করা হয়েছে।