এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- বন্যায় ক্ষতিগ্রস্থ কোন মানুষ না খেয়ে থাকবে না। দিনাজপুরের বন্যাদূর্গত মানুষদের পাশে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যায় ক্ষতিগ্রস্থদের সকল প্রকার সহায়তা দেয়ার নির্দেশনা দিয়েছেন। উলে¬¬খ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, যাদের ঘর বাড়ি ভেঙ্গে গেছে তাদের ঘরবাড়ী নির্মাণ, রাস্তা ও অন্যান্য স্থাপনা ইতোমধ্যে সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ক্ষতিগ্রস্থদের মাঝে ধানের বীজ, গো-খাদ্য ও মাছের পোনা বিনামূল্যে সরবরাহ করা হবে।
২৫ আগষ্ট শুক্রবার দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের বড়াইপুর গ্রামে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বন্যাদূর্গত মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি আরো বলেন, বন্যাদূর্গত কোন মানুষ না খেয়ে থাকবে না এ লক্ষে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্ষতিগ্রস্থ সকল ঘরবাড়ী নির্মাণ করে দেয়া হবে। বন্যায় ক্ষতিগ্রস্থদের উন্নয়ন ও সহায়তায় যা যা করা দরকার সবই করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএমএ কেন্দ্রীয় কমিটর সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন। এসময় উপস্তিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব)’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়–য়া, বিএমএ’র কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) দিনাজপুর জেলা শাখার সভাপতি ডাঃ ওয়ারেশ আলী সরকার, সাধারণ সম্পাদক ডাঃ বিকে বোস, সিভিল সার্জন সাঃ মওলা বকস, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, ৮নং শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ জামাল সরকার, শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউয়িনয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহাক চৌধুরী প্রমুখ।