মেহেরপুর প্রতিনিধিঃ ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে মেহেরপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহ-সভাপতি অব্দুল হালিম, অ্যাড. মিয়াজান আলী, অ্যাড. শাজাহান আলী, সাংগঠনিক সম্পাদক আয়ুব আলী, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রহীম শাহীন, মহিলা বিষয়ক সম্পাদক নুর জাহান খাতুন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া , স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আবুল বাশার, সদর উপজেলা সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহামেদ চুন্নু, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহজামান, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাশিরা পলি, প্রমুখ।
জেলা আওয়ামীলীগের উপ-প্রচার বিষয়ক সম্পাদক শ্বাশত নিপ্পুনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছালাম ও বারাদি ইউনিটের সভাপতি শামিম ফেরদৌস, সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম মোমেন, জেলা ছাত্রলীগের সভাপতি একে আজাদ, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিরনসহ আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীরা।
বুধবার
২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ