মেহেরপুর সংবাদদাতা, মেহেরপুর ॥ ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের একটি সমাবেশে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় দলের নেতৃত্বকে দেউলিয়া করার লক্ষ্যে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয় তার প্রতিবাদে এবং গণহত্যার অপরাধীদের বিচারের জন্য বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা ছাত্রলীগ। সোমবার বেলা ১১ টার দিকে সরকারি কলেজের রেজাউল চত্তর থেকে জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিন করে কলেজমোড় হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিল শেষে কলেজ চত্তরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জয়েল রানা,সহ সভাপতি মোস্তাক আলী, সাংগঠনিক সম্পাদক জাব্বারুল ইসলাম জাব্বার, আইনবিষয়ক সম্পাদক টিটু খান, দপ্তর বিষয়ক সম্পাদক সাজেদুর রহমান সেতু, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কুদরত-ই-খোদা রুবেল, সাধারন সম্পাদক মাসুদ রানা, ছাত্রলীগ নেত্রী সুমাইয়া খাতুন প্রমখূ। এসময় ছাত্রলীগ নেতা নাদিুজ্জামান, মোকাদ্দেস হোসেন, আশিকুর রহমান, তুহিন, মামুন, অপরাজিতা সাহাসহ ছাত্রলীগের সকল নেতাকর্মীরা মিছিল ও সমাবেশে অংশ নেন।
























































